লোকসভা ভোট গণনা হতেই ফের একবার তাজা বোমা উদ্ধার হল বাংলায়। জানা গিয়েছে, এবার পূর্ব বর্ধমানের আউশগ্রাম থেকে প্রচুর পরিমাণে তাজা বোমা উদ্ধার করা হয়েছে।
বিরোধীদের অভিযোগ, এই তাজা বোমা পুঁতে রেখেছে তৃণমূল কংগ্রেস। যদিও তৃণমূলের তরফে তা সরাসরি অস্বীকার করা হয়েছে। আজ বৃহস্পতিবার আউশগ্রামের এরাল পঞ্চায়েতের অন্তর্গত মেথুয়া পাড়ার পলাশতালে একটি মাঠ থেকে বোমা উদ্ধার হয়। সকাল সকাল এহেন দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের চোখ কপালে উঠে যায়। এরপরেই তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে। অন্যদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর বম্ব ডিসপোজাল স্কোয়াডকে ডাকা হয়।
বম্ব ডিসপোজাল স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করে। এদিকে বোমা উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আতঙ্ক তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যেও।