HomeWest Bengalপুরভোট মিটতেই অশান্ত হালিশহর, কাউন্সিলরের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি

পুরভোট মিটতেই অশান্ত হালিশহর, কাউন্সিলরের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি

- Advertisement -

পুরভোট মিটতেই ফের অশান্ত হয়ে উঠল ব্যারাকপুরের হালিশহর এলাকা। জানা গিয়েছে, শনিবার গভীর রাতে হালিশহর এইচকে ভট্ট রোড এলাকার হালিশহর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক কুমার যাদবের গাড়ি লক্ষ্য করে পরপর দুটি বোম চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ।

জানা গিয়েছে, বাড়িতে খাওয়া-দাওয়া করছিলেন কাউন্সিলর অশোক যাদব। সেইসময় হঠাৎ বোমের শব্দ কেঁপে ওঠে গোটা এলাকা। বাইরে এসে দেখতে পায় তাঁর গাড়ি লক্ষ্য করে দুটো ছেলে বোম মারে এবং পালিয়ে যায়। অন্ধকার থাকায় চিনতে পারা যায়নি বলে জানিয়েছেন কাউন্সিলর। বোমাবাজির পরে আতঙ্কের মধ্যে রয়েছেন গোটা এলাকাবাসী। ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছায় নৈহাটি থানার পুলিশ। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

   

কাউন্সিলর জানান, ‘আমি রাতে খেতে বসেছিলাম, হঠাতই বাইরে খুব জোরে বোমার আওয়াজ পাই। দৌড়ে গিয়ে দেখি আমার গাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে। আমি পুলিশকে জানিয়েছি। এরা সবাই সমাজবিরোধী।’ সিসিটিভিতে দেখা যাচ্ছে, কাউন্সিলরের বাড়ির সামনে থেকে একটা বড় গাড়ি যায়। তারপরই পরপর দুটি বোমা ফাটে। রাস্তা দিয়ে এক যুবককেও হেঁটে যেতে দেখা যায়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular