রাতে পরপর মৃত্যু ভাঙড়ে, সকালে গোরস্থানের নীরবতা

ভাঙড় রক্তাক্ত।পুলিশ আক্রাম্ত। পুলিশ পলাতক। তৃণমূল বনাম আইএসএফ-বাম সমর্থকদের সংঘর্ষ। রাত থেকে পরপর মৃত্যুর খবর আসছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে কমপক্ষে তিন জন নিহত। তবে বেসরকারিভাবে…

রাতে পরপর মৃত্যু ভাঙড়ে, সকালে গোরস্থানের নীরবতা

ভাঙড় রক্তাক্ত।পুলিশ আক্রাম্ত। পুলিশ পলাতক। তৃণমূল বনাম আইএসএফ-বাম সমর্থকদের সংঘর্ষ। রাত থেকে পরপর মৃত্যুর খবর আসছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে কমপক্ষে তিন জন নিহত। তবে বেসরকারিভাবে আরও এক জন নিহত বলে দাবি করা হচ্ছে।

ভাঙড়ে নিহতরা আইএসএফ বাম সমর্থক বলে দাবি করা হচ্ছে। রাত থেতে চলেছে সংঘর্ষ। সকালে আরও গোরস্থানের থমথমে পরিস্থিতি।  

অভিযোগ, পঞ্চায়েত ভোট গণনায় ভাঙড়ের তৃ়নমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলামের নিজের এলাকায় টিএমসির চূড়ান্ত পরাজয়ের পর রাত থেকে রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়।

অভিযোগ, তৃণমূল হামনা চালায়। পুলিশের পোশাক পরে হামলা হয়। আরাবুল ইসলামকে গ্রেফতারের দাবি উঠেছে। নিহতদের আত্মীয়রা পুলিশের বিরুদ্ধেও সরব। অভিযোগ, পরাজয়ের পর এলাকা দখলে রাখতে আরাবুলের নির্দেশে চলে হামলা।

আইএসএফের বিরুদ্ধেও বোমা হামলার অভিযোগ উঠেছে। জানা যাচ্ছে এক পুলিশ অফিসার জখম। গুলি লাগে এএসপির দেহরক্ষীর পায়ে। পাল্টা গুলি চলেছে বলে অভিযোগ। এদিকে সকাল থেকে মৃতদেহ আটকে রেখে চলছে বিক্ষোভ। 

Advertisements

তবে পঞ্চায়েত ভোটের গণনায় ভাঙড়ে ১৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল দখলে ১৮টি। আইএসএফ এবং জমিরক্ষা কমিটির জোট পেয়েছে একটি পঞ্চায়েত। তৃ়ণমূলের হাতছাড়া আসনটি আরাবুল ইসলামের ঘাঁটি।

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে পঞ্চায়েত ভোট মনোনয়ন থেকে চলেছে রক্তাক্ত পরিস্থিতি। বারবার রাজ্যপাল গেলেও পরিস্থিতি আরও রক্তাক্ত হয় গণনার রাতে। তৃ়ণমূল ও আইএসএফ-বাম সংঘর্ষের জের ধরে পুলিশও আক্রান্ত হয়। গূলি চলে পরপর। রাতভর ভয়াবহ পরিস্থিতি ছিল ভাঙড়ে। বুধবার সকাল থেকে নতুন করে সংঘর্ষ ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে।