রাজ্যের স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীর বাড়িতে স্থানীয় BLO (বুথ লেভেল অফিসার) অফিসারের উপস্থিতি ঘিরে সোমবার প্রশাসনিক মহলে বেশ চর্চা শুরু হয়। জানা গিয়েছে, ওই BLO অফিসারের সঙ্গে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ERO এবং AERO-ও উপস্থিত ছিলেন। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফরের পেছনে কোনও রাজনৈতিক বা ব্যতিক্রমী কারণ নেই। সম্পূর্ণরূপে নির্বাচন সংক্রান্ত একটি নিয়মিত প্রশাসনিক কাজের অংশ হিসেবেই এই পরিদর্শন করা হয়েছে।
সূত্রের খবর, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীর নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত এনিউমারেশন ফর্মে কিছু তথ্যগত ত্রুটি ধরা পড়ে। সেই ভুল সংশোধনের প্রক্রিয়ার অংশ হিসেবেই নির্বাচনী আধিকারিকরা তাঁর বাড়িতে যান। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটারের উপস্থিতি বা সরাসরি যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যখন কোনও সংশোধনী ফর্মে তথ্যের অমিল দেখা যায়, তখন BLO-কে সরেজমিনে গিয়ে যাচাই করতে হয়।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এনিউমারেশন ফর্মে ঠিকানা বা ব্যক্তিগত তথ্য সংক্রান্ত একটি সামান্য ভুল ছিল। সেই ভুল সংশোধনের জন্য প্রয়োজনীয় নথিপত্র যাচাই এবং স্বাক্ষর গ্রহণ করতেই BLO অফিসার সেখানে যান। যেহেতু বিষয়টি একজন উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকের সঙ্গে যুক্ত, তাই স্বচ্ছতা বজায় রাখার জন্য ERO ও AERO-ও সঙ্গে ছিলেন। নির্বাচন সংক্রান্ত কাজের ক্ষেত্রে নিয়মনীতি মেনে চলা এবং কোনওরকম বিভ্রান্তি এড়াতেই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।নির্বাচনী দফতরের এক আধিকারিক জানান, “ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে আইন সকলের জন্য সমান। সাধারণ নাগরিক হোক বা শীর্ষস্তরের প্রশাসনিক আধিকারিক—সবার ক্ষেত্রেই একই প্রক্রিয়া অনুসরণ করা হয়। এখানে বিশেষ কোনও সুবিধা বা ব্যতিক্রমের প্রশ্ন নেই।” তিনি আরও জানান, এই ধরনের যাচাই প্রক্রিয়া প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে চালানো হচ্ছে এবং এটি সম্পূর্ণ রুটিন কাজ।
এদিকে, স্বরাষ্ট্রসচিবের বাড়িতে নির্বাচনী আধিকারিকদের উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই নানা জল্পনা শুরু হয়। তবে প্রশাসনের তরফে স্পষ্ট করা হয়েছে, বিষয়টি নিয়ে অহেতুক বিতর্কের কোনও কারণ নেই। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোটার তালিকা নির্ভুল রাখাই মূল উদ্দেশ্য। আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া আরও জোরদার করা হয়েছে, যাতে কোনও যোগ্য ভোটার বাদ না পড়েন এবং অযোগ্য কোনও নাম তালিকায় না থাকে।
