
মালদহ: ভোটের মুখে ফের বিএলও (BLO) বা বুথ লেভেল অফিসারের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদহে। মৃতার নাম সম্পৃতা চৌধুরী সান্যাল (৪৮)। তিনি মালদহের ইংরেজবাজার পৌরসভার ফুলবাড়ি পাকুরতলা এলাকার বাসিন্দা ছিলেন। অভিযোগ, অত্যধিক কাজের চাপ এবং হাড়কাঁপানো ঠান্ডার মধ্যে কাজ করতে গিয়েই অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন ওই আইসিডিএস (ICDS) কর্মী। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোরালো রাজনৈতিক বিতর্ক।
ঘটনার বিবরণ
সম্পৃতা দেবী ইংরেজবাজার পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ১৬৩ নম্বর বুথের বিএলও হিসেবে কর্মরত ছিলেন। বুধবার ভোরে তাঁর মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত কয়েকদিন ধরেই ভোটার তালিকার কাজ নিয়ে প্রচণ্ড চাপের মধ্যে ছিলেন তিনি।
মৃতার স্বামী অর্ধেন্দু চৌধুরী ক্ষোভ উগরে দিয়ে বলেন, “যাঁরা বিএলও, তাঁরাই শুধু জানেন কাজের চাপ কী প্রচণ্ড। অফিস থেকে প্রতি মুহূর্তে চাপ দেওয়া হতো। বাইরে মাঠে বসে কাজ করতে গিয়ে প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছিল ওঁর। ডাক্তার বিশ্রাম নিতে বললেও কাজের চাপে তা সম্ভব হয়নি। একটু সুস্থ হয়ে ফের কাজে যোগ দিতেই আবার অসুস্থ হয়ে পড়ে এবং শেষরক্ষা হলো না।”
তৃণমূলের অভিযোগ: কাঠগড়ায় নির্বাচন কমিশন BLO death in Malda
খবর পেয়ে মৃতার বাড়িতে যান স্থানীয় তৃণমূল কাউন্সিলর গায়ত্রী ঘোষ। তিনি সরাসরি নির্বাচন কমিশনকে আক্রমণ করে বলেন, “নির্বাচন কমিশন প্রতিদিন নতুন নতুন নিয়ম জারি করছে, যার ফলে কর্মীরা প্রচণ্ড চাপে পড়ছেন। সম্পৃতা দেবী আমাকেও জানিয়েছিলেন যে তিনি মানসিকভাবে বিধ্বস্ত। রাত ২টো-৩টে পর্যন্ত জেগে কাজ করতে হতো তাঁকে। এত মৃত্যুর পরেও কমিশনের হুঁশ ফিরছে না।”
বিজেপির পাল্টা দাবি: দুর্নীতির তত্ত্ব
অন্যদিকে, বিএলও-র মৃত্যুর পিছনে সরকারি চাপের অভিযোগ তুলেছে বিজেপি। দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, “এই মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তবে এর পেছনে নির্বাচন কমিশনের চাপের চেয়েও বড় কারণ হলো তৃণমূল সরকারের অনৈতিক চাপ। নাম না কাটার জন্য বিএলও-দের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। আমরা এই মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানাচ্ছি।”
বিএলও-দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন
রাজ্যে এর আগেও কাজের চাপে বিএলও-দের অসুস্থ হওয়া বা মৃত্যুর অভিযোগ উঠেছে। শীতের মরশুমে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ কাজ করা এবং সেই সঙ্গে অনলাইন ডেটা এন্ট্রির ক্রমাগত চাপের ফলে স্বাস্থ্যহানি ঘটছে বহু কর্মীর। সম্পৃতা চৌধুরীর মৃত্যু সেই ক্ষোভকেই আরও একবার উসকে দিল।
West Bengal: Trinamool and BJP clash after BLO Samprita Choudhury Sanyal dies due to extreme work pressure and cold. Family blames Election Commission while BJP alleges TMC corruption. Read the full report on Bengal’s political showdown.










