বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গ্রেফতার

হাওড়া যাওয়ার পথে গ্রেফতার হলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গ্রেফতার। হাওড়ায় ঢুকতে তাঁকে আগেই বাধা দিয়েছিল সরকার। তবু তিনি জোর করে যেতে চান। ফলে…

Sukanta majumdar

হাওড়া যাওয়ার পথে গ্রেফতার হলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গ্রেফতার। হাওড়ায় ঢুকতে তাঁকে আগেই বাধা দিয়েছিল সরকার। তবু তিনি জোর করে যেতে চান। ফলে বিদ্যাসাগর সেতুর টোল প্লাজার কাছে তাঁকে গ্রেফতার করল পুলিশ।

সুকান্ত মজুমদারের অভিযোগ,চক্রান্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে খুন করতে চাইছেন৷ রাজ্য বিজেপি সভাপতিকে গ্রেফতারের ঘটনায় রাজনৈতিক মহল সরগরম।

   

তবে সুকাম্ত মজুমদারকে গ্রেফতার করা হলেও এদিন হাওড়ার পাঁচলায় বিধ্বস্থ বিজেপি কার্যালয় দেখেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার এই কার্যালয়ে ভাঙচুর করা হয়। শুক্রবার দফায় দফায় হিংসা ছড়ায় হাওড়ায়।

বিজেপির নেত্রী নূপূর শর্মা যেভাবে হজরত মহম্মদকে অপমানিত করেছেন তার জন্য ফাঁসি দিতে হবে। এই দাবিতে বৃহস্পতি ও শুক্রবার টানা বিক্ষিপ্ত হিংসায় অগ্নিগর্ভ ছিল হাওড়ার উলুবেড়িয়া। প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও অশান্তি ঠেকানো যায়নি। বন্ধ করা হয়েছে ইন্টারনেট। শনিবারও থমথমে পরিস্থিতি। জাতীয় সড়ক ও দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়্গপুর ট্রেন চলাচলা ফের স্বাভাবিক করা হচ্ছে।

হিন্দুত্ববাদী নেত্রী নূপুর শর্মা টিভি চ্যানেলে হজরত মহম্মদকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য করায় দেশজুড়ে চলছে বিক্ষিপ্ত অশান্তি। প্রতিবাদের নামে অশাম্তি চলেছে হাওড়ার বিভিন্ন স্থানে।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার বলেন, রাজ্যে আইনশৃঙ্খলার ভয়ঙ্কর অবস্থা, একমাত্র প্যারামিলিটারি এবং সেনা নামিয়ে পরিস্থিতি ঠিক করা দরকার।সাধারণ মানুষের অবস্থা ভয়ঙ্কর খারাপ। রাজ্য সরকার দুর্বৃত্তদের হাতে ছেড়ে দিয়েছে।