চণ্ডীপুরে সমবায় সমিতি ভোটে গেরুয়া ঝড়ে বেসামাল তৃণমূল

মিলন পণ্ডা, চণ্ডীপুর ( পূর্ব মেদিনীপুর ): অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী বিধানসভা কেন্দ্র (BJP Wins) চণ্ডীপুরে মুখ থুবড়ে পড়ল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।…

BJP Wins in cooperative election in East medinipur

মিলন পণ্ডা, চণ্ডীপুর ( পূর্ব মেদিনীপুর ): অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী বিধানসভা কেন্দ্র (BJP Wins) চণ্ডীপুরে মুখ থুবড়ে পড়ল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জেলায় সমবায় ভোটে জয়জয়কার বিজেপি।সবকটি আসনে জয়লাভ করল বিজেপি সমর্থিত প্রার্থীরা। জয়ে পর বিজেপি সমর্থিত প্রার্থীরা থেকে নেতৃত্বরা গেরুয়া আবির উড়িয়ে উল্লাস করেন। চোরেদের বিরুদ্ধে মানুষ একজন হয়ে ভোট দিয়েছে বলে সমবায় জয়ের পর তৃণমূলকে কটাক্ষ করেন বিজেপি নেতৃত্বরা। যদিও, গুরুত্ব দিতে শাসক দল তৃণমূল কংগ্রেস।

জানাগিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর বিধানসভা অন্তর্গত ভগবানপুর ১ ব্লকের গুড়গ্রাম গ্রাম পঞ্চায়েতের গড়ভেড়া সমবায় সমিতি ভোট ছিল শুক্রবার। এরআগে সমবায় সমিতি দখলে ছিল সিপিএমের৷ দীর্ঘ সাত বছর ধরে ওই সমবায় সমিতিতে কোন ভোট হয়নি। সমবায় সমিতি ভোটকে গিয়ে উওেজনা ছিল চরমে।

   

সমবায় সমিতির মোট আসন নটি। শাসক দল তৃণমূল কংগ্রেস ও রাজ্যের বিরোধী দল বিজেপি পৃথক পৃথক ভাবে সমবায় নির্বাচনে প্রতিতদ্বন্দ্বিতা করেন। শুক্রবার সকাল থেকে ভোট প্রক্রিয়া শুরু হয়। কোন অপ্রতিকর ঘটনায় এড়াতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। বিকেলে ভোট গণনায় হতেই বিজেপি সমর্থিত ৯ জন প্রার্থী জয়লাভ করে।

এরপর গেরুয়া আবির উড়িয়ে উল্লাসে মেতে উঠেন বিজেপির সমর্থিত প্রার্থী থেকে নেতৃত্বরা। এলাকায় মিছিল করেন। সাম্প্রতিক তৃণমূল এতবড় পদযাত্রা ও সভা করেও সমবায় সমিতি হারের পর রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়েছে! তাহলে পূর্ব মেদিনীপুরে অস্তিত্ব হারাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে!

Advertisements

সমবায় সমিতি’র জয় পর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন বিজেপি সমর্থিত প্রার্থী থেকে নেতৃত্ব। সমবায় জয়ী প্রার্থী দীপক কুমার মান্না বলেন ” চোরের রাজত্বে বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে। সমবায় সমিতি নির্বাচনে ৯ টি আসনের নটি আসনে বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছে। মানুষের কাছে এই বার্তা দিতে চাই, এমন একজনকে সরকারে আনুন সঠিক পথে চলতে পারে “।

চণ্ডীপুর বিজেপি নেতা সূর্যকান্ত বার্গ বলেন ” তৃণমূল সরকারের আমলে একাধিক দুর্নীতি, খুন ও ধর্ষণের কারণে সাধারণ মানুষ মুখ ফেরাতে শুরু করেছে। তার প্রমাণ একের পর এক সমবায় সমিতিতে পরাজয়। আগামী ২৬-এর নির্বাচনের চণ্ডীপুর বিধানসভা থেকে বিজেপি প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে “। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব দাবি ” নির্বাচনের প্রতীক থাকে না, জয় নিয়ে অহেতুক এই বিজেপির রাজনীতি করছে “।

বিহার বিধানসভা নির্বাচনে তেজস্বীর অস্ত্র “নতুন রাজনীতি”

উল্লেখ্য, সাম্প্রতিক কয়েকদিন আগে চণ্ডীপুর বিধানসভা অন্তর্গত একটি প্রতিবাদ মিছিল করেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। উপস্থিত চণ্ডীপুরে বিধায়ক সোহম চক্রবর্তী, প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরে বিধায়ক উওম বারিক সহ তৃণমূল নেতৃত্বরা। গত একুশে বিধানসভা নির্বাচনে চণ্ডীপুর বিধানসভা থেকে জয়ী হয়েছিল সোহম চক্রবর্তী।