একুশের বিধানসভা ভোটে বিজেপির স্লোগান ছিল ২০০ পার। সেটা থেমেছিল ৭৭এ। চব্বিশের লোকসভা ভোটে ৪০০ পারের স্লোগান। বাংলায় (West Bengal) ৩০র বেশি আসনে জেতার টার্গেট পদ্মশিবিরের।
এবারও ফের বড় ধাক্কা খেতে চলেছে বিজেপির বঙ্গ ব্রিগেড। বাম-কংগ্রেস বা তৃণমূল নয়। এই বিস্ফোরক দাবি করেছেন বিজেপিরই এক নেতা। ওই প্রবীণ নেতার মতে, ‘বাংলায় আরও একবার বড় ধাক্কা খেতে চলেছে বিজেপি। একুশের বিধানসভা ভোটের থেকে তা কোনও অংশে কম নয়।’
তাহলে কতগুলো আসন পাবে পদ্ম প্রতীকে লড়াই করা প্রার্থীরা? এ বিষয়ে ওই নেতা বলেছেন, ‘বাংলায় বিজেপির আসন সংখ্যা ২ অঙ্ক ছুঁতে পারবে না।’ ২০১৯ সালে বঙ্গভূমিতে ২ থেকে বেড়ে ১৮ হয়েছিল বিজেপি। এই নেতার দাবি সত্যি হলে অনেক জেতা আসন হাতছাড়া হবে বিজেপির। এই তত্ত্ব মেনে নিয়ে ওই বিজেপি নেতা বলেছেন, ‘বাংলায় বিজেপি ৮ থেকে ৯টি আসন পাবে। এর বেশি কোনোভাবেই হবে না।’
উত্তরবঙ্গ থেকেই বিজেপি বেশি আসন পাবে বলে দাবি করেছেন এই পুরোনো বিজেপি নেতা। অর্থাৎ দক্ষিণবঙ্গেই বিজেপির বড় বিপর্যয় ঘটতে চলেছে। দক্ষিণবঙ্গ থেকেই লড়ছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, আলুওয়ালিয়া, অর্জুন সিং, অনির্বাণ গঙ্গোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী, তাপস রায়ের মতো নেতারা। এদের মধ্যে তাহলে কারা হারবেন? এ নিয়ে তাঁর বক্তব্য, ‘ওতো বেশি এখনই বলা যাবে না। মানে বলব না। কথাটা মিলিয়ে নেবেন।’
আলোচিত বিজেপি নেতা নাম প্রকাশে নারাজ। ২০১৪ সাল থেকে তিনি বিজেপিতে। লোকসভা থেকে বিধানসভা।বারবার হয়ে লড়াই কর়ছেন। ২০১৯ লোকসভা ভোটেও পদ্মের প্রার্থী ছিলেন। তবে কখনই জিততে পারেননি। একুশে টিকিট না মেলায় বেসুরো হন। তারপর চব্বিশের ভোটের আগে ফের বিস্ফোরক।