ঘন ঘন লোডশেডিং। বিদ্যুৎ হীনতায় ভুগছে সাধারণ মানুষ। বারংবার বিদ্যুৎ অফিসে জানানো সত্ত্বেও মিলছে না সুরাহা। অবশেষে প্রতিবাদে নেমেছে বিজেপি। আজ তারা ডাবগ্রাম বিদ্যুৎ দফতরে জমা দিলেন ডেপুটেশন। গোটা রাজ্য জুড়ে একই পরিস্থিতি জেলায় জেলায় বিক্ষভে বসছে সাধারণ মানুষ সঙ্গে বিজেপি।
সকাল থেকে রাত বিদ্যুতের বিল দেওয়ার সত্ত্বেও মিলছে না পরিষেবা। বাচ্চা থেকে বয়স্ক সাধারণ মানুষের অবস্থা গরমে নাঝেহাল। বাড়িতে অসুস্থ মানুষ থাকলে তাদের দশা আরো বেহাল। তাই এবার রাজ্য জুড়ে জেলায় জেলায় বিক্ষোভ।
এবার ঘন ঘন লোডশেডিং প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ বিজেপির। আঞ্চলিক আধিকারিকের অফিসের সামনে এই বিক্ষোভ। বিদ্যুৎ মন্ত্রীর বিরুদ্ধে স্লোগান বিজেপি নেতা কর্মীদের।
অন্যদিকে মগরাতে ইলেকট্রিক সাপ্লাই অফিসের সামনে বিক্ষোভে বিজেপি। শিলিগুড়ি পুরুলিয়া থেকে শুরু করে হাওড়া প্রত্যেকটি জেলায় জেলায় ক্ষুব্ধ সাধারণ মানুষ থেকে শুরু করে পদ্মফুল শিবিরের সদস্যরা। সাধারণ মানুষের পর এবার জেলায় জেলায় বিক্ষোভে নেমেছে বিজেপি কর্মীরা।
সঠিক সময় বিদ্যুতের বিল দেওয়া সত্বেও কেন ঘনঘন যাচ্ছে বিদ্যুৎ পরিষেবা। বিদ্যুৎ মন্ত্রীর বিরুদ্ধে প্রশ্ন তুলে বিক্ষোভ। কবে সম্পূর্ণরূপে সমাধান হবে এই বিদ্যুৎ পরিষেবার। বিদ্যুৎ পরিষেবা সচল করার দাবিতে পথে নেমে রাজ্য সরকারের উপর বাক্যবাণ পদ্মফুল শিবিরের।