মিলন পণ্ডা, খেজুরি: রবিবার কড়া পুলিশের নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হয় পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভার খেজুরি ২ ব্লকের গোড়াহার সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন (Co-operative Polls)।
নির্বাচনের আগের দিন তৃণমূলের প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী অমৃত পাত্র’র বাড়িতে বোম ও বন্দুক নিয়ে হামলার অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে বেশ কয়েকটি তাজা বোমা। তাই কড়া পুলিশি নিরাপত্তায় সম্পন্ন হওয়া সমবায় নির্বাচনের ফলাফল ঘোষণা হলে দেখা যায় ৯টি আসনের মধ্যে ৯টিতে জয়লাভ করেছে বিজেপি।
সমবায় নির্বাচনে বিজেপির প্রতিদ্বন্দ্বী তৃণমূলের শুধুমাত্র দুই প্রার্থী প্রায় ১১ ও ১৩ টি ভোট। একক জয়লাভের পর গোড়াহার জলপাই কেন্দ্রের তৃণমূল প্রার্থী নটেন নায়ক এর বাড়ি ভাঙচুর ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
আতঙ্কিত হয়ে ঘরছাড়া হতে হয় তৃণমূলের সমবায় প্রার্থী নটেনকে। নটেনের পরিবারের পক্ষ থেকে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয় খেজুরি থানার পুলিশ, বিষয়টি খতিয়ে দেখে দোষীদের গ্রেফতারের আশ্বাস দেয় প্রশাসন।
পাশাপাশি তৃণমূলের অভিযোগ- বিজেপি সন্ত্রাসে ঘর ছাড়া রয়েছে সমবায় নির্বাচনে বিজেপির প্রতিদ্বন্দ্বী তৃণমূলের আরেক প্রার্থী বকুল কান্ডার। ঘটনায় পুলিশের দৃষ্টি আকর্ষণ করে- এলাকায় শান্তি ফেরানোর দাবি জানিয়েছে তৃণমূল।
তবে সম্পূর্ণ ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির দাবি- নির্বাচনে হেরে মিডিয়ার সামনে সিম্প্যাথি নিতে চাইছে তৃণমূল কংগ্রেস। তাই নিজেরা এই ধরনের ঘটনা ঘটিয়ে, দোষ চাপাচ্ছে বিজেপির ঘাড়ে।