Purba Bardhaman: কালনায় বিজেপি সমর্থকরা একে অন্যকে বেদম মারলেন, পালালেন নেতা

বিজেপির পদযাত্রায় গোষ্ঠী কোন্দল ধুন্দুমার কান্ড। কালনার নিভুজি মোড় এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বলে অভিযোগ। বিজেপির আদি বনাম নব্য দ্বন্দ্বে সংঘর্ষ চলে। পূর্ব বর্ধমান…

Purba Bardhaman: কালনায় বিজেপি সমর্থকরা একে অন্যকে বেদম মারলেন, পালালেন নেতা

বিজেপির পদযাত্রায় গোষ্ঠী কোন্দল ধুন্দুমার কান্ড। কালনার নিভুজি মোড় এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বলে অভিযোগ। বিজেপির আদি বনাম নব্য দ্বন্দ্বে সংঘর্ষ চলে। পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলায় বারবার বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে সংঘর্ষ হয়েছে।

কেন্দ্র সরকারের প্রকল্প চালুর দাবি এবং রাজ্য সরকারের দুর্নীতির প্রতিবাদে কালনার নিভুজি মোড় থেকে বিজেপির একটি পদযাত্রা বেরোয়। এবং সেখানেই বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে বাঁধে তুমুল সংঘর্ষ। সকলের লাঠি, বাঁশ নিয়ে একে অপরের দিকে তেড়ে আসে। শুরু হয় মারধোর। এই  সংঘর্ষের জেরে দুজন বিজেপি সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুুন মন্ত্রী উদয়ন গুহর হুঁশিয়ারি: Udayan Guha: বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকে পেটাব বললেন মন্ত্রী উদয়ন গুহ

Advertisements

ঘটনাস্থলে পৌঁছে কালনা থানার পুলিশ সংঘর্ষ থামাতে হিমশিম খান। রীতিমতো যুদ্ধক্ষেত্রের আকার ধারণ করে এই গোটা এলাকা। রাস্তার উপরের এই সংঘর্ষের ফলে দুদিকের রাস্তায় যানবাহন ব্যবস্থা একেবারে আটকে পড়ে। জনগন তিতিবিরক্ত। অনেকেই বলছেন দু দল হনুমানের খামচা খামচি চলছে।