Sukanta Majumdar: মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তুললেন বিজেপির রাজ্য সভাপতি

পরীক্ষা চলাকালীন ঘুরছে প্রশ্নপত্র। শুক্রবার এমনই অভিযোগে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি (BJP state president) সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

sukanta mazumdar

পরীক্ষা চলাকালীন ঘুরছে প্রশ্নপত্র। শুক্রবার এমনই অভিযোগে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি (BJP state president) সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। ট্যুইটারে সেই ছবি পোস্ট করেন বালুরঘাটের বিজেপি সাংসদ। কয়েকজন পরীক্ষার্থীদের কথায়, ১৬ পাতার প্রশ্নপত্রের মধ্যেই ছিল ওই তিনটি পাতা। ইতিমধ্যেই পরীক্ষা চলাকালীন সুকান্ত প্রশ্ন ফাঁস করতেই সরব হয়েছে অনেকেই। তাঁর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ আনা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।

এদিন পরীক্ষা চলাকালীন একটি ট্যুইট করতে দেখা যায় সুকান্ত মজুমদারকে। তিনি লেখেন, “আজ মাধ্যমিকের ইংরেজি পরিক্ষা। সকল পরিক্ষার্থীদের শুভেচ্ছা জানাই। যদিও আজ সকাল থেকেই এবারের মাধ্যমিক পরিক্ষার ইংরেজি প্রশ্নপত্র বলে এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। কিছু সময়ের মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি না তা স্পষ্ট হয়ে যাবে”। সুকান্ত কীভাবে প্রশ্ন পত্র পেলেন? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সুকান্ত জানিয়েছেন, তাঁর কাছে পৌনে ১ টা নাগাদ ছবিগুলি আসে। প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এমনটাও দাবি করেন তিনি। তবে সুকান্তর পোস্ট করা ছবিতে প্রশ্নের ওপরেই কালির দাগ দেখা যাচ্ছে। তাহলে কে ফাঁস করল সেই ছবি। কারণ, ইংরেজি পরীক্ষার সময় প্রশ্নপত্রেই উত্তর লিখতে হয়। এবিষয়ে সুকান্ত বলেন, যদি বলা হয়ে থাকে, কোনও পরীক্ষার্থী ভিতর থেকে ছবি তুলে বার করেছে তবে তা তো মধ্যশিক্ষা পর্ষদেরই দেখা উচিত। কী করে সেটা সম্ভব হল? মাধ্যমিক পরীক্ষার হলে তো মোবাইল নিয়ে ঢোকার নিয়ম নেই।

Advertisements

এবিষয়ে পর্ষদ সভাপতি জানিয়েছেন, প্রশ্নপত্রের ২, ৩ এবং ১০ নম্বর পাতার ছবি তোলা হয়েছে। বেলা দেড়টা থেকে পৌনে ২টোর মধ্যে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রামানুজ গঙ্গোপাধ্যায়। কোনও এর পরীক্ষার্থী মোবাইলে ছবিটি তুলেছেন। আদালতের নির্দেশে আমরা ইন্টারনেট পরিষেবা বন্ধ করতে পারি না। কড়া নজরদারি এড়িয়ে কীভাবে ফোনে ছবি তোলা হল? তা খরিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন তিনি।