Haldia: বনধের প্রভাব পরল না শিল্পশহরে

পুরভোটে ব্যাপক সন্ত্রাস করেছে তৃণমূল, এই অভিযোগ তুলে ১২ ঘন্টার বনধের ডাক দিয়েছে বিজেপি। এই বনধের প্রভাব পড়েছে একাধিক জেলায়। যদিও তেমন প্রভাব চোখে পড়ল না শিল্পশহর হলদিয়ায়।

Advertisements

এদিন সকাল থেকে বনধের সমর্থনে রাজ্যের একাধিক জেলার একাধিক এলাকায় পথে নেমেছে বিজেপি, তবে এই বন্ধের প্রভাব পরল না একসময় অধিকারী গড় হিসেবে পরিচিত পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ায়। খোলা রয়েছে কল-কারখানা । এদিন সময়মতো শ্রমিকরা কারখানায় ডুকেছেন, তবে এই দিন বনধের সমর্থনে শিল্পশহর হলদিয়ার একাধিক এলাকায় পথে নেমেছে বিজেপি। তবে নন্দীগ্রামের বেশ কিছু জায়গায় বনধের সমর্থনে বিজেপির মিছিল করতে দেখা গেছে।

   


অন্যদিকে বনধের সমর্থনে সারা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার মেচেদাতে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে তীব্র বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকরা। এর ফলে জাতীয় সড়ক জুড়ে যানজটের সৃষ্টি হয়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোলাঘাট থানার পুলিশ।

Advertisements

এর পাশাপাশি বনধকে বন্ধ করতে আসরে নামেন খোদ বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।
সোমবার নন্দীগ্রামে ধর্মঘটিদের কাছে ছুটে যান বিরোধী দলনেতা। সেখানে বিক্ষোভরত দলীয় কর্মী সমর্থকদের কাছে তিনি বলেন, ‘হঠাৎ ডাকা বনধের জন্য অনেক মানুষ সমস্যায় পড়েছেন। অনুরোধ করব এই বনধ প্রত্যাহার করে নিতে। আমি অনুরোধ করব ধর্মঘটিদের, ঘোষণা করে দেবেন প্রেসিডেন্ট।’