BJP Bandh: কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বিজেপির বনধে সচল বাংলা

সপ্তাহের প্রথমদিন বিজেপির ডাকা বনধের জেরে নাজেহাল সাধারণ মানুষ। বিজেপির ডাকা বনধের প্রভাব পড়েছে একাধিক জায়গায়, যদিও তা মানতে নারাজ রাজ্যের শাসক দল। বাংলায় বিজেপির…

সপ্তাহের প্রথমদিন বিজেপির ডাকা বনধের জেরে নাজেহাল সাধারণ মানুষ। বিজেপির ডাকা বনধের প্রভাব পড়েছে একাধিক জায়গায়, যদিও তা মানতে নারাজ রাজ্যের শাসক দল। বাংলায় বিজেপির আর কোনো কিছু নেই বলে রব তুলেছে শাসক শিবির।

Advertisements

এদিকে কলকাতার বড় বাজারে জোর করে দোকান বন্ধ করার অভিযোগ উঠেছে বিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এর পাশাপাশি বালুরঘাটে বিজেপির ডাকা বনধকে ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে চলছে বিক্ষোভ। সেইসঙ্গে বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়কের নেতৃত্বে চলছে অবরোধ।

   

BJP

এদিকে শিলিগুড়িতে বনধকে ঘিরে সৃষ্টি হয়েছে চরম বিশৃঙ্খলা। সরকারি বাসকে ঘিরে দেখানো হচ্ছে বিক্ষোভ। নাজেহাল মানুষ। কোচবিহার শহরে বাস আটকানোর চেষ্টা করা হয়েছে। অন্যদিকে নন্দীগ্রামের টেঙ্গুয়াতে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। নন্দীগ্রাম-চণ্ডীপুর রুটে বন্ধ বাস চলাচল।

এদিকে বিজেপির ডাকা বনধ রুখতে তৎপর রাজ্য সরকার। বনধের প্রতিবাদ করতে কোচবিহারের পথে আইএনটিটিইউসি। বিক্ষোভ রুখতে রাস্তায় রাস্তায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশবাহিনী।