শিক্ষক নিগ্রহের প্রতিবাদে, বিধানসভায় ঝোড়ো আন্দোলনের হুঁশিয়ারি বিজেপির

কলকাতা: আগামী ৯ জুন থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার বাদল অধিবেশন। অধিবেশনের প্রথম দিন অর্থাৎ সোমবার, নিয়ম মাফিক শোকপ্রস্তাব পেশের পর সেই দিনের কাজ শেষ…

bjp plsns to thwart upcoming monsoon session

কলকাতা: আগামী ৯ জুন থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার বাদল অধিবেশন। অধিবেশনের প্রথম দিন অর্থাৎ সোমবার, নিয়ম মাফিক শোকপ্রস্তাব পেশের পর সেই দিনের কাজ শেষ হবে। তবে মঙ্গলবার থেকে অধিবেশনের মূল অংশ শুরু হতেই বিধানসভায় উত্তেজনা তুঙ্গে পৌঁছাতে পারে বলে আঁচ পাচ্ছে রাজনৈতিক মহল৷

সূত্রের খবর, এই অধিবেশনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যোগ দিতে পারেন। কারণ, তাঁর ওপর থাকা নিলম্বন (সাসপেনশন) সম্প্রতি তুলে নেওয়া হয়েছে। সেই সুযোগে বিজেপি পরিষদীয় দল শুরু থেকেই ‘আক্রমণাত্মক’ মুডে থাকতে চায়, জানাচ্ছেন সংশ্লিষ্ট নেতারা।

   

শিক্ষক আন্দোলন ঘিরেই তীব্র প্রতিবাদ

সম্প্রতি বেকার শিক্ষক আন্দোলন ঘিরে রাজ্যজুড়ে বিতর্কের ঝড় উঠেছে। বিকাশ ভবনের সামনে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জ এবং তৃণমূল নেতা সব্যসাচী দত্তের অনুগামীদের ‘হামলার’ অভিযোগ এই বিতর্ককে আরও ঘনীভূত করেছে।

এ বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় বলেছেন, “বিরোধী দলনেতা কোনও একটি দলের নয়, তিনি সমস্ত নিপীড়িতের প্রতিনিধি। আমি খোলা মঞ্চে আন্দোলনকারীদের বলেছি, আপনারা আমাদের কাছে সহযোগিতা চাইলে, আমরা তা করার চেষ্টা করব।”

শুভেন্দুর মন্তব্য থেকেই রাজনৈতিক মহলে জল্পনা bjp plsns to thwart upcoming monsoon session

এক বিজেপি বিধায়ক বলেন, “শিক্ষকরাই সমাজ গঠন করেন। তাঁদের উপর যখন শাসক দলের পুলিশ কিংবা দুষ্কৃতীরা হামলা চালায়, তখন প্রধান বিরোধী দল হিসেবে আমাদের দায়িত্ব বেড়ে যায়। তাই বিধানসভায় এই বিষয়ে আমরা মুখ্যমন্ত্রীর জবাব চাইব, এবং তীব্র প্রতিবাদ গড়ে তুলব।”

তিনি আরও বলেন, “শুধু শিক্ষকরাই নয়, আরজি কর আন্দোলনের সময় চিকিৎসকদের সঙ্গেও কী ব্যবহার হয়েছিল, তা বাংলা দেখেছে। এবার সেই প্রতিবাদের সুর আরও জোরালো হবে।”

Advertisements

পাল্টা পদক্ষেপে তৃণমূল

তৃণমূল পরিষদীয় দল বিজেপির সম্ভাব্য আক্রমণের আঁচ পেয়েই পাল্টা কৌশলে প্রস্তুতি নিচ্ছে। বিধানসভার শুরুতেই একটি সংসদীয় প্রস্তাব আনার পরিকল্পনা রয়েছে তাঁদের, যার মাধ্যমে ‘অপারেশন সিঁদুর’-এ ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতাকে সম্মান জানানো হবে।

জানা গিয়েছে, কেন্দ্রের শাসক দল বিজেপি নিজেই এই অপারেশনকে নিজেদের সাফল্য বলে তুলে ধরছে, ফলে এই প্রস্তাবের বিরোধিতা করার কোনও জায়গা নেই বিজেপির কাছে। বরং তৃণমূলের সঙ্গে সুর মিলিয়ে সমর্থন জানাতে হবে তাঁদের।

সেই কারণেই, এই অধিবেশনে তৃণমূল চাইছে একটি জাতীয়তাবাদী আবহ তৈরি করে বিজেপির আক্রমণাত্মক মেজাজকে ব্যাকফুটে ঠেলে দিতে। পাশাপাশি, রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়েও তারা পাল্টা কণ্ঠ তুলবে বলেই জানা গিয়েছে।

West Bengal: West Bengal Assembly’s monsoon session starts June 9th, expected to be stormy. Opposition, led by reinstated Suvendu Adhikari, plans protests over teacher and doctor treatment.