‘মোদীর পার্টি অফিস’ ভেঙে গুঁড়িয়ে দিল ‘দিদির বুলডোজার’!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পর ফুটপাত দখলমুক্ত (BJP Office) করতে মাঠে নেমেছে পুলিশ ও পুরসভা। দোকান সহ ফুটপাতে গড়ে ওঠা সমস্ত অবৈধ নির্মাণ বুলডোজার…

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পর ফুটপাত দখলমুক্ত (BJP Office) করতে মাঠে নেমেছে পুলিশ ও পুরসভা। দোকান সহ ফুটপাতে গড়ে ওঠা সমস্ত অবৈধ নির্মাণ বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। আজ, বৃহস্পতিবার তারাতলায় উচ্ছেদ অভিযানে নামে পুলিশ। সেখানেই রাস্তার উপরে থাকা বিজেপির (BJP Office) পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। বুলডোজার চালানো হয়।

এই ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপির কর্মী-সমর্থকরা। বিজেপির অভিযোগ, কলকাতা শহরের বিভিন্ন এলাকায় রাস্তা, সরকারি জমি দখল করে পার্টি অফিস গড়ে তুলেছে তৃণমূল কংগ্রেস। সেগুলি বহাল তবিয়তে রয়েছে। বেছে বেছে বিজেপির পার্টি অফিসগুলি ভাঙা হচ্ছে। পুলিশের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন একাধিক কর্মী-সমর্থক।

   

এদিকে বচসা চলার সময় একাধিক বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। পুলিশের দাবি, বন্দরের জমিতে পার্টি অফিসটি তৈরি হয়েছিল। বেআইনি নির্মাণের মধ্যে এটি পড়ে বলে দাবি করেছে পুলিশ। সেই কারণেই তা ভাঙা হয়েছে। যদিও এলাকার বিজেপি কর্মীরা বলছেন, পার্টি অফিসটি দীর্ঘদিন ধরেই আছে। এটি কোনওভাবেই অবৈধ নির্মাণ নয়। পুলিশ জোর করে এটি ভেঙেছে।

মমতার নির্দেশে ‘দখলমুক্তি’, ছোট ব্যবসায়ীদের উচ্ছেদ রুখে নায়ক বাম কাউন্সিলর

বিজেপির এক মহিলা কর্মী বলেন, এই পার্টি অফিসটি আজকের নয়। গত ৪০ বছর ধরে তারাতলার ওই জায়গায় আমাদের পার্টি অফিসটি রয়েছে। কোনও কারণ না জানিয়েই আজ সকালে বুলডোজার চালিয়ে সেটি ভেঙে দেওয়া হয়েছে। তৃণমূলের অবৈধ পার্টি অফিসগুলির বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ করেন না বলে অভিযোগ করেন তিনি।

দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুটপাত জবরদখল নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন। তারপরই মাঠে নামে পুলিশ ও পুরসভা। গত তিনদিন ধরে কলকাতার বিভিন্ন জায়গায় চলছে বেআইনি উচ্ছেদ অভিযান। তা নিয়ে অল্পবিস্তর ঝামেলাও হচ্ছে। এদিকে আজ সাংবাদিক বৈঠকে আপাতত এক মাস বন্ধ উচ্ছেদ অভিযান রাখার কথা জানান মমতা।

অতিরিক্ত বাসভাড়ার দিকেও নজর দিন মুখ্যমন্ত্রী, আবেদন নিত্যযাত্রীদের