হই হই কান্ড চলছে বর্ধমানে। রাজনৈতিক কটাক্ষ হনুমান জয়ন্তী উপলক্ষে তান্ডব চালাচ্ছে ‘রাম ভক্ত হনুরা’। পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলা বিজেপি দফতরে পড়ল তালা। সেই তালা ভেঙে আরেক পক্ষ দলীয় দফতরে ঢোকার চেষ্টা করতেই শুরু হয় উত্তেজনা।
দলীয় জন্মদিনেই চরম গোষ্ঠিবাজিতে সরগরম বর্ধমানের বিজেপি জেলা কার্যালয়। দলের বর্ধমান জেলা সভাপতির বিরুদ্ধেই চলছে একপক্ষের স্লোগান। অন্যপক্ষ তালা ভাঙছে।
রাজ্যে বিরোধী দল বিজেপি। গত লোকসভা ভোটে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে বিজেপির সাংসদ নির্বাচিত হন সুরিন্দর সিং আলুওয়ালিয়া। জয়ের পর তিনি বেপাত্তা বলে বিজেপিতেই ক্ষোভ তুঙ্গে। এর পাশাপাশি অভ্যন্তরীণ গোষ্ঠিকোন্দলে এর আগেও ভাঙচুর ও অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল জেলা বিজেপি দপতরে। এবার দলেরই জন্মদিনে পড়ল সদর দরজায় তালা।