Hiran Chatterjee: রামের উত্তরীয় দিয়ে মাইক্রোফোন পরিষ্কার হিরণের, ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল

ভাইরাল হওয়া ভিডিওর জেরে তীব্র কটাক্ষের শিকার অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে রামের ছবি দেওয়া উত্তরীয় দিয়েই হাতে থাকা মাইক্রোফোন পরিষ্কার করছেন হিরণ। ঘটনার ভিডিও ছড়িয়ে যেতেই বিজেপিকে তীব্র কটাক্ষ রাজ্যে শাসকদল তৃণমূল কংগ্রেসের।

সম্প্রতি দাসপুরের এক কর্মসূচিতে যোগ দেন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। এই কর্মসূচিতেই দেখা যায় হিরণ চট্টোপাধ্যায় গলায় থাকা রামের ছবি লাগানো উত্তরীয় দিয়ে হাতে থাকা মাইক্রোফোন পরিষ্কার করছেন। ঘটনার এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গতকাল হয়েছে রামমন্দির উদ্বোধন এবং রামলালার প্রাণপ্রতিষ্ঠা। এমন সময় ভাইরাল ভিডিওর পরিপ্রেক্ষিতে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল।

   

ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিষ হুদাইত বলেছেন,”এই রাম নাম আসলে নির্বাচনের জন্য করছেন। হিরণের যদি রামের প্রতি এমন ভক্তি হয়, আমার মনে হয় তাহলে তিনি রামভক্তদের ভক্তিতে আঘাত করছেন। আমরা রাম নিয়ে ছেলেখেলা পছন্দ করি না। রাম আমাদের প্রাণের দেবতা, ভক্তির দেবতা, তাঁকে নিয়ে যাঁরা এই জাতীয় কাজ করেন, আমি তাঁদের ধিক্কার জানাই।”

তিনি আরও বলেন, “রাম রাম করতে করতে আজ যেভাবে রামকে পথে নামিয়েছে, রামকে বাজারজাত করেছে, আমার মনে হয় তাতে তাদেরকে ধিক্কার জানানো ছাড়া আর কোনও ভাষা নেই। এই রামের উত্তরীয় দিয়ে যদি আগামী দিনে মাইক্রোফোন পরিষ্কার করা হয় তবে আমরাও পথে নামব। কারণ রাম আমারও দেবতা।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন