বাংলায় চটকলগুলির অবস্থা আশঙ্কা প্রকাশ করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। চটকলগুলির ভবিষ্যত নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)৷ এছাড়াও প্রতিবেশী রাজ্য অসম, বিহার এবং ওড়িশার মুখ্যমন্ত্রীদের চিঠি দিলেন।
চিঠিতে অর্জুন সিং লেখেন, আমার নির্বাচনী কেন্দ্র ব্যারাকপুরে ২০ টি জুটমিল রয়েছে। পাট শিল্পের সঙ্গে যুক্ত লক্ষ লক্ষ চাষি। তাঁদের ভবিষ্যত বাঁচাতে আপনার হস্তপক্ষেপ চাইছি। একইসঙ্গে তিনি বলেন, এবিষয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়েছেন। প্রধানমন্ত্রী সময় দিলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে গিয়ে কথা বলবেন।
অর্জুনের বক্তব্য যারা আমাকে ভোট দিয়েছে আমার উচিত তাঁদের পাশে দাঁড়ানো। তাঁদের জন্য আমাকে চিন্তাভাবনা করতে হবে। অর্জুনের দাবী চটকলগুলি পাটচাষি এবং ব্যবসায়ীদের কাছ থেকে কেনা পণ্যের দামের উর্ধ্বসীমা বেঁধে দিয়েছে। যার ফলে প্রবল সমস্যায় পড়তে হচ্ছে পাটশিল্পের সঙ্গে জড়িত মানুষগুলোকে। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করুক সরকার।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে চটকলগুলির দুরাবস্থার কথা উল্লেখ করে কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েলের বিরুদ্ধে সরব হন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। কেন্দ্রীয় মন্ত্রীর তরফে কোনও উত্তর না এলেও বুধবার বিক্ষোভে নামার হুঁশিয়ারি দিয়েছেন অর্জুন। এমনকি সরব হন কেন্দ্রীয় জুট কমিশনার মলয়চন্দন চক্রবর্তীর বিরুদ্ধে। এবার কী তবে মমতার পথ অনুসরণ করবেন বিজেপি নেতা?