অভিষেকেরAbhishek Banerjee সঙ্গে দেখাmeet করেছেন বিজেপি বিধায়করাBJP MLAs) বিস্ফোরক মন্তব্য ফিরহাদেরFirhad Hakim ।বিজেপির মধ্যে আবারও ভাঙনের সংকেত? ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি ৭৭টি আসন জয়লাভ করেছিল। তবে এরপর রাজ্যের বেশ কয়েকটি বিধানসভার উপনির্বাচনে হারতে হয় বিজেপিকে, যার ফলে সেগুলি শাসক দল তৃণমূল কংগ্রেসের দখলে চলে যায়। আর কিছু বিজেপি বিধায়ক সরাসরি তৃণমূলে যোগ দিয়েছেন। এই পরিস্থিতি, বিশেষ করে আগামী ১৩ নভেম্বর রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘিরে নতুন গুঞ্জন সৃষ্টি করেছে।
ফিরহাদ হাকিমের বিস্ফোরক মন্তব্যঃ
তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তালডাংরা বিধানসভার দলীয় প্রার্থী ফাল্গুনী সিংহ বাবুর প্রচারে গিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, বিজেপির একাধিক বিধায়ক বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তাদের মধ্যে অনেকেই ব্যক্তিগতভাবে অভিষেকের সঙ্গে দেখা করেছেন। ফিরহাদ হাকিমের দাবি, এই বিধায়করা সরাসরি জানিয়েছেন যে তারা বিজেপিতে থাকতে পারবেন না, কারণ তারা দলের পরিবেশে কাজ করতে পারছেন না।
শুভেন্দুর দল ছেড়ে অভিষেকের সঙ্গে সম্পর্কের জল্পনাঃ
ফিরহাদ হাকিম আরও বলেছেন, যেসব বিধায়করা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন, তাদের মধ্যে বেশ কিছুজন শুভেন্দু অধিকারীর টিমের সদস্য। তৃণমূলের এই অভিযোগে রাজ্য রাজনীতিতে আবারও তীব্র আলোচনার সূত্রপাত হয়েছে। বিজেপির মধ্যে ভাঙনের আশঙ্কা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগসূত্রের বিষয়টি নিয়ে গুঞ্জন বাড়ছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, এই বিধায়করা আদৌ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবেন কি না।
উপনির্বাচনের প্রাক্কালে বিজেপির ভিতরে অস্থিরতাঃ
রাজ্যের উপনির্বাচনকে কেন্দ্র করে বিজেপির মধ্যে ক্রমশ অস্থিরতা বেড়ে যাচ্ছে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিপুল সাফল্য পাওয়ার পরেও বিজেপির এই অস্থিরতা রাজ্য রাজনীতিতে বড় প্রশ্ন তৈরি করেছে। একের পর এক উপনির্বাচনে পরাজয় এবং দলের ভাঙনের সংকেত বিজেপির ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা তৈরি করেছে। বিশেষ করে, রাজ্যের কিছু আসন খুইয়ে তারা যে সংকটে পড়েছে, তা কোনোভাবে উপনির্বাচনেই তৃণমূলের পক্ষ থেকে সাফল্য পেতে পারে, এমনটাই ধারণা করা হচ্ছে।
এবার কি আবার বিজেপি অস্থিরতার মুখে? আগামী উপনির্বাচনে এর প্রভাব পড়বে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে এখন থেকেই আলোচনা শুরু হয়েছে। এসব ঘটনাপ্রবাহের মধ্যে তৃণমূল কংগ্রেসও রাজ্যে তাদের রাজনৈতিক অবস্থান আরও শক্ত করার জন্য প্রস্তুত।