HomeWest BengalNorth BengalLoksabha election 2024:লোকসভা ভোটে পাহাড়ে বিজেপির বিরুদ্ধে প্রার্থী বিজেপিই

Loksabha election 2024:লোকসভা ভোটে পাহাড়ে বিজেপির বিরুদ্ধে প্রার্থী বিজেপিই

- Advertisement -

অবশেষে আশঙ্কা সত্যি হলো। বেশ কিছুদিন ধরে পাহাড়ে বিজেপি প্রার্থী নিয়ে দলের ভিতরে ক্ষোভ ছিলই এইবার সেই ক্ষোভ একেবারেই বাইরে বেরিয়ে এলো। পাহাড়ে বিজেপির বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন আর একজন বিজেপি বিধায়ক।

রাজু বিস্তাকে প্রার্থী করা নিয়ে পাহাড়ের বিজেপি নেতাদের একাংশের মধ্যেই আপত্তি ছিল৷ আর এই পরিস্থিতিতে পাহাড়ে রাজু বিস্তার বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন দলেরই বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা৷ দার্জিলিংয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে গেলেন বিজেপি প্রার্থী তথা গেরুয়া শিবির।

   

কার্শিয়াঙের বিজেপির বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা শনিবার দিন লোকসভা ভোটের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন। তিনি নির্দল হয়ে লড়ার হুঁশিয়ারি আগেই দিয়ে থাকেন। পৃথক রাজ্যের দাবি তুলে শনিবার দার্জিলিঙের মহাকাল মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দেন বিষ্ণু। তাঁর বক্তব্য, “দলের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই তাঁর। কিন্তু দলীয় প্রার্থীকে তাঁর পছন্দ নয়।” অন্যদিকে বিজেপি মনোনীত প্রার্থী রাজু বিস্তার বক্তব্য, ” পদ থেকে ইস্তফা দিয়ে লোকসভা ভোটে লড়ুন বিধায়ক।”

প্রসঙ্গত পাহাড় বরাবরই তৃণমূলের হাতছাড়া হয়েছে। এইবার বিজেপির গোষ্ঠীকোন্দলে কি ঘাসফুলের বিশেষ কোনও সুবিধা হয় কিনা সেটাই দেখার।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular