Mamata Banerjee: মমতার পদযাত্রার জন্য পানীয় জল ছড়িয়ে রাস্তা ঠান্ডা করা হয়েছে, দাবি শুভেন্দুর

ফের বিস্ফোরক শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতার দাবি, মমতার (Mamata Banerjee) পদযাত্রার জন্য কাঁথির শহরের রাস্তাগুলি পানীয় জল ছড়িয়ে ঠান্ডা করা হয়েছে। রাজ্যের মানুষ যেখানে…

Mamata-Suvendu

ফের বিস্ফোরক শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতার দাবি, মমতার (Mamata Banerjee) পদযাত্রার জন্য কাঁথির শহরের রাস্তাগুলি পানীয় জল ছড়িয়ে ঠান্ডা করা হয়েছে। রাজ্যের মানুষ যেখানে জলকষ্টে ভুগছেন, সেখানে এভাবে পানীয় জলের অপচয় নিয়ে প্রশ্ন (Mamata Banerjee) তুলেছেন বিরোধী দলনেতা। এক্স হ্যান্ডেলে ভিডিয়োও পোস্ট করেছেন শুভেন্দু।

শুভেন্দু এক্সে লিখেছেন, ‘এই গরমে পশ্চিমবঙ্গের অনেক এলাকাতেই পানীয় জলের আকাল দেখা দিয়েছে। রাজনৈতিক ভাবে প্রধানমন্ত্রী যাতে সুবিধে না পেয়ে যান তাই বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার কেন্দ্রীয় সরকারী প্রকল্প – জল জীবন মিশনের বাস্তবায়নে জেনে বুঝে সব থেকে বেশি ঢিলেমি দেখিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মানুষের কষ্ট নিবারণ করার সৎ উদ্দেশ্য নেই কিন্তু নিজের সামান্যতম অসুবিধা যেনো না হয় তা নিশ্চিত করতে হবে।’

   

নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হীরক রানি বলেও কটাক্ষ করেছেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু। এক্সে তিনি লিখেছেন, ‘হীরক রানীর রাজত্বে জঙ্গলমহল, পুরুলিয়া, বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকার মানুষ পানীয় জলের জন্য করে হাহাকার…বিকেল তিন’টায় মিছিলে হাঁটবেন বলে, রাস্তা ঠান্ডা করতে পানীয় জল দিয়ে ভিজিয়ে করা হচ্ছে ‘প্রতিকার’ !!!’

দেখুন শুভেন্দুর এক্স পোস্ট

কাঁথির রাস্তা জল দিয়ে ঠান্ডা করার ভিডিয়োও পোস্ট করেছেন শুভেন্দু। সেখানে তিনি লিখেছেন, ‘গতকাল কাঁথিতে মুখ্যমন্ত্রীর মিছিলের আগে বারংবার পানীয় জলের ট্যাঙ্কার ব্যবহার করে রাস্তা ভিজিয়ে ঠান্ডা করা হয়েছে যাতে গরমে হাঁটতে মাননীয়ার অসুবিধে না হয়।’

এই প্রসঙ্গে কাঁথি পুরসভা চেয়ারম্যান সুপ্রকাশ গিরি জানিয়েছেন, র‍্যালিতে অনেক মানুষ হাঁটবেন। সেটা ভেবেই রাস্তা ঠান্ডা করার ব্যবস্থা করা হয়েছিল। পুরসভা নিয়মমাফিক কাজ করেছে বলেও দাবি করেন তিনি।

Lakshmir Bhandar: ‘লক্ষ্মীর ভান্ডার’ নিয়ে বিরাট ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার কাঁথিতে পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হলদিয়ার সভা সেরে হেলিকপ্টারে নামেন কাঁথি শহরের অরবিন্দ স্টেডিয়ামে। বড় ডাকঘর, কাঁথি থানা, চৌরঙ্গী মোড় হয়ে শিশির অধিকারীর সাংসদ কার্যালয়ের দিকে যায় মমতার মিছিল। এরপর মেচেদা বাইপাস হয়ে চাঁদবেড়িয়াতে পদযাত্রা শেষ করেন মুখ্যমন্ত্রী।