মহুয়া মৈত্রকে হাতিয়ার করে লোকসভা ভোট জিতবে BJP? ইঙ্গিত শুভেন্দু অধিকারীর!

আজ শনিবার কৃষ্ণনগর এসে বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিকে প্রধানমন্ত্রীর রাজ্য সফর প্রসঙ্গে বড় মন্তব্য করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu…

মহুয়া মৈত্রকে হাতিয়ার করে লোকসভা ভোট জিতবে BJP? ইঙ্গিত শুভেন্দু অধিকারীর!

আজ শনিবার কৃষ্ণনগর এসে বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিকে প্রধানমন্ত্রীর রাজ্য সফর প্রসঙ্গে বড় মন্তব্য করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

তিনি বলেন, “যেভাবে মহুয়া মৈত্রের লোকসভার সদস্যপদ কেড়ে নেওয়া হয়েছে, তাতে জনগণের আগ্রাসন এবং প্রধানমন্ত্রী মোদীর আজকের ভাষণ মিলে আগামী নির্বাচনে এনডিএ-কে ৪০০-র বেশি আসন জিততে সক্ষম করবে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে আক্রমণ আরও জোরদার করেছেন। তিনি তৃণমূলকে “নিপীড়ন, পরিবারতন্ত্রের রাজনীতি এবং বিশ্বাসঘাতকতার” সমার্থক বলে অভিহিত করেছেন এবং দাবি করেছেন যে তৃণমূল কংগ্রেস প্রকল্পগুলিকে কেলেঙ্কারিতে পরিণত করার ক্ষেত্রে “দক্ষতা” অর্জন করেছে।

Advertisements

নদিয়া জেলার কৃষ্ণনগরে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মোদী রাজ্যের ৪২টি লোকসভা আসনের সবকটিতেই বিজেপির জয়ের উচ্চাভিলাষী লক্ষ্যের রূপরেখা তুলে ধরেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে গেরুয়া শিবির রাজ্যে ১৮টি আসন পেয়েছিল।