BJP: সরগরম সন্দেশখালি, ফের রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল শুভেন্দুর

জল্পনার অবসান, আজ সন্দেশখালি (Sandeshkhali)-তে যাচ্ছেন বিরোধী সোলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে তিনি সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে খবর। কলকাতা হাইকোর্টের নির্দেশে আজ হটস্পট সন্দেশখালিতে শুভেন্দু…

জল্পনার অবসান, আজ সন্দেশখালি (Sandeshkhali)-তে যাচ্ছেন বিরোধী সোলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে তিনি সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে খবর। কলকাতা হাইকোর্টের নির্দেশে আজ হটস্পট সন্দেশখালিতে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

Advertisements

এদিকে আজ সন্দেশখালি যাওয়ার আগে পুলিশ ও রাজ্যের শাসক দল তৃণমূলকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, ‘পুলিশ আমাদের আটকাতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কালচারের সঙ্গে আমাদের কালচার মেলে না। মমতা বন্দ্যোপাধ্যায় এখন তিনটে নামক খুব ভয় পান। এক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দ্বিতীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি (BJP)।’

বিজ্ঞাপন

শুভেন্দু অধিকারী আরো জানান, ‘আমরা সন্দেশখালির মানুষের পাশে আছি। বিজেপির তরফে সেখানকার বহু মানুষকে মানবিক সাহায্য করা হচ্ছে। আমরা সেখানকার মানুষের সঙ্গে কথা বলবো। রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তবে আমি বলবো সেটা অনেক আগেই তৈরি হয়েছে।’