Sandeshkhali: মমতার পুলিশের হেফাজতে ফাইভ স্টারের সুবিধা পাচ্ছে শাহজাহান, দাবি শুভেন্দুর

গ্রেফতার করা হয়েছে সন্দেশখালির (Sandeshkhali)-র কুখ্যাত তৃণমূলের নেতা শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। পুলিশ হেফাজতে এক কথায় বহাল তবিয়তে আছেন শাহজাহান। আজ বুধবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

আজ শুভেন্দু এক্স-এ লেখেন, ‘জেলে সব সুবিধা পাচ্ছেন শাহজাহান। রাত ১২টা থেকে পুলিশের হেফাজতে রয়েছেন শাহজাহান। জেলেও শাহজাহান মোবাইল ব্যবহার করতে পারবেন। সন্দেশখালির বদমাশ-শেখ শাহজাহান গতকাল রাত ১২টা থেকে মমতা পুলিশের নিরাপদ হেফাজতে রয়েছেন। প্রভাবশালী মধ্যস্থতাকারীদের মাধ্যমে মমতা পুলিশের সঙ্গে সমঝোতা করতে সক্ষম হওয়ার পরে তাকে বেড়মাজুর-২ গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে নিয়ে যাওয়া হয়েছিল যে পুলিশ ও বিচারবিভাগীয় হেফাজতে থাকাকালীন তার যথাযথ যত্ন নেওয়া হবে। কারাগারে থাকাকালীন তাকে ফাইভ স্টার সুবিধা দেওয়া হবে, দেওয়া হবে মোবাইল। এই মোবাইলের মাধ্যমে তিনি ভার্চুয়ালি তোলামুল পার্টিকে নেতৃত্ব দিতে পারবেন। এমনকি উডবার্ন ওয়ার্ডের একটি বিছানাও তার জন্য প্রস্তুত ও খালি রাখা হবে যদি তিনি সেখানে কিছু সময় কাটাতে চান।’

   
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন