Monday, December 8, 2025
HomeWest Bengalশুভেন্দুর পদযাত্রায় ‘তৃণমূলের নবজোয়ার’ গান, চরম অস্বস্তিতে বিজেপি

শুভেন্দুর পদযাত্রায় ‘তৃণমূলের নবজোয়ার’ গান, চরম অস্বস্তিতে বিজেপি

- Advertisement -

অস্বস্তিতে বাংলার গেরুয়া শিবির। রবিবার বেলা ১২ টা নাগাদ শালবনীর ভীমপুর থেকে পিড়াকাটা পর্যন্ত বিজেপির প্রচার পদযাত্রা ছিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। পদযাত্রার সামনের সারিতে বহু টোটো সার দিয়ে দাঁড় করানো ছিল। টোটোর সামনে মাইক লাগানো হয়েছিল। পথযাত্রার সময়ে এই টোটোতে বিজেপির স্লোগান ও গান চালানোর কথা ছিল। কিন্তু হঠাৎ তাতে বেজে ওঠে-“তৃণমূলের নবজোয়ার, নবজোয়ারের দিকে দিকে উচ্ছাসিত।”

‘তৃণমূলের নবজোয়ার’ গানটি বেশ কিছুক্ষণ ধরে চলছিল, সামনের সারিতে থাকা বিজেপি কর্মীরা উপভোগ করছিলেন মিউজিকটি। ততক্ষণাৎ টনক নড়ে নেতৃত্বে থাকা স্থানীয় বিজেপি নেতাদের। বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি ড: শঙ্কর গুছাইত ছুটে যান। দ্রুত গিয়ে মাইকটি বন্ধ করেন। হাজির হয়ে যান অন্যান্য বিজেপি নেতারাও। বকাবকি শুরু করে দেন। তবে ওই মাইক ম্যান জানান-“মিউজিকের সিডি-তে কোনওভাবে রয়ে গিয়েছিল, ভুল করে প্লে হয়ে গেছে।” তবে ততক্ষণে মিডিয়ার সামনে রীতিমতো হাসাহাসি শুরু হয়ে গিয়েছে বিজেপি কর্মীদের মধ্যেই।

   

তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়াতে এই ঘটনার ভিডিও আপলোড করেন। ঘটনা প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন,”শুভেন্দু অধিকারীর পদযাত্রায় স্থানীয় লোক নয়, দূর থেকে লোক আনা হচ্ছিল। আর তাদের আকর্ষণ করতে বাজানো হচ্ছিল তৃণমূলের নবজোয়ার গান।”

কুণাল ঘোষ আরও বলেন, “আপলোড করা ভিডিও নিয়ে কারও সন্দেহ যদি হয় তিনি মামলা করতে পারেন।”

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular