Sunday, December 7, 2025
HomeWest BengalPurba Medinipur: তৃণমূলের দলীয় অফিস ভাঙচুর, এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী

Purba Medinipur: তৃণমূলের দলীয় অফিস ভাঙচুর, এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী

- Advertisement -

বৃহস্পতিবার দিনভর উত্তপ্ত। ভগবানপুর বিধানসভা মথুরা গ্রাম পঞ্চায়েতের চক্রশূল তৃণমূলের দলীয় অফিসে ভাঙচুর করার অভিযোগ উঠলো। বিজেপি এই তৃণমূলের দলীয় অফিস ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল নেতৃত্বরা। অভিযোগ, সৌমেন্দু অধিকারীর উপস্থিততিতে বিজেপি কর্মী সমর্থকদের রোড শো ও র্যাযলি ছিল। রাস্তার পাশে থাকা তৃণমূলের দলীয় অফিসে ভাঙচুর চালায় বিজেপি’র আশ্রিত দুষ্কৃতিকারীরা। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি জেলা নেতৃত্বরা।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিনভর কার্যত উত্তপ্ত হয়ে উঠলো পটাশপুর ও ভগবানপুর বিধানসভা বিস্তীর্ণ এলাকা। প্রথমে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর রোড শো ও র্যাভলি’তে কালো পতাকা দেখানো বোমাবাজির অভিযোগ উঠে। বিজেপি নেতৃত্বরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীদের দিকে অভিযোগের আঙ্গুল তুলে সরব হন। পাল্টা সৌমেন্দু অধিকারীর রোড শো ও র্যাকলি যাওয়ার সময় তৃণমূলের দলীয় অফিস ভাঙচুরের অভিযোগ। অভিযোগ, পাল্টা অভিযোগে সরগরম পটাশপুর ভগবানপুর বিধানসভা বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

   

কাঁথি লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও পটাশপুরের বিধায়ক উওম বারিক বলেন ” আদি ও নব্য বিজেপির দ্বন্দ্বে জর্জরিত। মিছিল চলাকালীন আদি ও নব্য বিজেপির দ্বন্দ্বের কারণে গন্ডগোলের ঘটনা ঘটেছে। যত নির্বাচন এগিয়ে আসছে পায়ের তলায় মাটি সরে যাচ্ছে বিজেপির। তৃণমূলের দলীয় অফিস ভাঙচুর চালিয়েছে। এইসব করে তৃণমূলকে আটকানো যাবে না। পুলিশ প্রশাসনকে অভিযোগ জানিয়েছি। যদি পুলিশ কোন ব্যবস্থা না নেয় গণতান্ত্রিকভাবে আমরা আন্দোলনে নামবো “।

যদিও এই সমস্ত অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে বিজেপি। কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল বলেন ” এই ঘটনা সঙ্গে বিজেপি কর্মীরা কোনভাবেই যুক্ত নয়। বোমাবাজি ঘটনা ধামাচাপা দিতে নতুন নাটক শুরু করেছে তৃণমূল। নিজেরা দলীয় অফিস ভাঙচুর চালিয়ে বিজেপির উপর চাপাচ্ছে “।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular