North Bengal BJP: উত্তরবঙ্গের বিধায়কদের ভাঙন রুখতে মরিয়া শুভেন্দু

কমেছে বিধায়ক সংখ্যা। আরও কমার সম্ভাবনা বাড়ছে। উত্তরবঙ্গে বিজেপির ((North Bengal BJP) )ভাঙন রুখতে গিয়ে হিমশিম খাচ্ছেন নেতারা।

Suvendu Adhikari

কমেছে বিধায়ক সংখ্যা। আরও কমার সম্ভাবনা বাড়ছে। উত্তরবঙ্গে বিজেপির ((North Bengal BJP) ) ভাঙন রুখতে গিয়ে হিমশিম খাচ্ছেন নেতারা। বিজেপি থেকে তৃ়ণমূলে আরও ১৩ জন আসবেন বলেই গুঞ্জন। আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালের দলবদলের পর সেখালে গিয়ে সুমনের বিরুদ্ধে জনসভা করবেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

BJP leader Suvendu Adhikari challenges Abhishek Banerjee

আগামী শুক্রবার আলিপুরদুয়ারে শুভেন্দুর সভা রয়েছে আলিপুরদুয়ারে। শুভেন্দুর জনসভার পরের দিনেই কোচবিহারে জনসভা করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আগেই বলেছেন, দরজা খুলে দিলে পুরো বঙ্গ বিজেপি দলটাই তৃণমূলে আসবে।

Advertisements

সম্প্রতি সুমন কাঞ্জিলালের যোগদানের পর বিজেপি থেকে তৃণমূলে দলবদলের জল্পনা বাড়িয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন, ১২ জন অপেক্ষা করছেন দলবদলের জন্য। আবার প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের কথায়, জেলার ৩ বিধায়ক দলবদলের জন্য পা বাড়িয়ে রেখেছে। সেখান থেকেই অভিষেকের সভা আরও গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সূত্রের খবর, শনিবার অভিষেকের সভাতেই বিরাট চমক দিতে চলেছে তৃণমূল।