‘গ্রেফতার করা হবে রাহুলকে’, সাফ সাফ জানিয়ে দিলেন সুকান্ত

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে নিয়ে এবার বড় মন্তব্য করলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। যে কোনও মুহূর্তে রাহুল গান্ধী যে গ্রেফতার হতে পারেন সেটার…

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে নিয়ে এবার বড় মন্তব্য করলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। যে কোনও মুহূর্তে রাহুল গান্ধী যে গ্রেফতার হতে পারেন সেটার ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী।

আজ শুক্রবার সকাল সকাল বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী দাবি করেছেন, এখন তাঁর উপর ইডির অভিযানের ছক কষা হচ্ছে। ২৯ জুলাই সংসদে তাঁর ‘চক্রব্যূহ’ ভাষণের পর এই পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। রাহুলের দাবি, ইডির অন্দরমহলের লোকজন তাঁকে জানিয়েছে, অভিযানের ছক কষা হচ্ছে, তারপর তিনি দু’হাত খুলে তাঁদের জন্য অপেক্ষা করছিলেন। এরপরেই এবার বোমা ফাটালেন সুকান্ত মজুমদার।

   

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাগডোগরায় দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, “রাহুল গান্ধী ইতিমধ্যে জামিনে আছেন, যদি জামিন বাতিল হয় তবে তাকে যেভাবেই হোক গ্রেফতার করা হবে। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে তাকে গ্রেফতার করা হবে, দুর্নীতি প্রমাণ না হলে কিছুই হবে না।”

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে করা একটি পোস্টে রাহুল গান্ধী বলেন, “স্পষ্টতই, কয়েকজন আমার চক্রব্যূহ বক্তৃতা পছন্দ করেনি। ইডির ‘অভ্যন্তরীণরা’ আমাকে বলেছেন যে অভিযানের পরিকল্পনা করা হচ্ছে। দু’হাত বাড়িয়ে অপেক্ষা করছি। আমি তাদের চা-বিস্কুট খাওয়াব।” রাহুল গান্ধী তাঁর পোস্টে ইডি ডিরেক্টরের অফিসিয়াল এক্স হ্যান্ডেলটিও ট্যাগ করেছেন।