পঞ্চায়েত ভোট লুঠ রুখতে ভোট বাক্স পুকুরে ফেলা হবে: শুভেন্দু

ভোট পরবর্তী তৃণমূল কংগ্রেসের হামলা ও হিংসার ঘটনা নিয়ে সরব হয়েছে বিরোধী দল বিজেপি (BJP)। টিএমসি (TMC) সরকারের বর্ষপূর্তি উপলক্ষে নন্দীগ্রামে স্বৈরাচার বিরোধী মহামিছিলের আয়োজন…

পঞ্চায়েত ভোট লুঠ রুখতে ভোট বাক্স পুকুরে ফেলা হবে: শুভেন্দু

ভোট পরবর্তী তৃণমূল কংগ্রেসের হামলা ও হিংসার ঘটনা নিয়ে সরব হয়েছে বিরোধী দল বিজেপি (BJP)। টিএমসি (TMC) সরকারের বর্ষপূর্তি উপলক্ষে নন্দীগ্রামে স্বৈরাচার বিরোধী মহামিছিলের আয়োজন করা হয়েছিল বিজেপির তরফে। সেখান থেকেই শাসক দলকে সতর্ক করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)।

নন্দীগ্রামের বিধায়ক জানিয়ে দিলেন, এবার পঞ্চায়েত ভোট লুঠ হলে প্রতিরোধ হবে। ভোট বাক্স পুকুরে ফেলা হবে বলেও হুঁশিয়ারি দিয়ে রাখেন তিনি। তিনি আরও জানিয়েছেন, এই চোর তৃণমূলকে পঞ্চায়েতে উত্‍খাত করার জন্য গ্রামে গ্রামে সনাতনী ঐক্য গড়ে তুলুন। শুধু সনাতনী নয়। সংখ্যালঘুদেরও মোহভঙ্গ হচ্ছে। সংখ্যালঘু বুথেও হয়ত আমরা জিতব না। কিন্তু নন্দীগ্রামের সংখ্যালঘু বুথে তোলামূল পার্টিও জিতবে না, সেই ব্যবস্থা আমি করব।

বিরোধী দলনেতা জানিয়েছেন, বাংলায় শিল্প নেই, বাণিজ্য নেই। তৃণমূলের সব পদ ত্যাগ করেছি, ভাইপোর নেতৃত্বে অত্যাচারিত হয়ে। নেত্রীর গত বছর কল্পতরু হয়েছিলেন। ভোটের দিন হিজাব পরে নাটক করেছিলেন। হারাধন মুখ্যমন্ত্রী, শপথ নেওয়ার পর বাংলা জ্বলছে। ব্রিটিশদের অত্যাচারের বেশি অত্যাচার মমতার জমানায়।

Advertisements

শুভেন্দু বলেন, নন্দীগ্রাম একে একে বাড়ি পুড়িয়েছে। নন্দীগ্রামে অনেক মামলা সিবিআইকে নিতে হবে। জাহাজ বাড়ির মালিককে যেতে হবে ভিতরে।