Sandeshkhali: জ্বলছে সন্দেশখালি, ‘মমতার বিবেক কি মরে গেছে?’ প্রশ্ন তুললেন নেতা

  পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি গ্রামে স্থানীয় তৃণমূল নেতা শেখ শাহজাহান (Sheikh Shahjahan) ও তার সমর্থকদের দ্বারা মহিলাদের যৌন নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে…

Sandeshkhali: জ্বলছে সন্দেশখালি, 'মমতার বিবেক কি মরে গেছে?' প্রশ্ন তুললেন নেতা

 

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি গ্রামে স্থানীয় তৃণমূল নেতা শেখ শাহজাহান (Sheikh Shahjahan) ও তার সমর্থকদের দ্বারা মহিলাদের যৌন নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে হিংসাত্মক বিক্ষোভ চলছে। স্থানীয় তৃণমূলের দাপুটে নেতা শাজাহান শেখ ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে জমি দখল ও যৌন হেনস্থার অভিযোগ এনেছেন একাধিক মহিলা।

রেশন দুর্নীতি মামলায় শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে যাওয়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের উপর হামলা চালানোর পর থেকেই পলাতক রয়েছেন শেখ শাহজাহান বলে খবর। এখন এক কথায় আলোচনার কেন্দ্রবিন্দুতেই রয়েছে এই সন্দেশখালি।

Advertisements

সন্দেশখালি (Sandeshkhalii) নিয়ে ইন্ডিয়া অ্যালায়েন্স কেন চুপ? এই প্রশ্ন তুলে সওব হলেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ (Ravi Shankar Prasad)। তিনি বলেন, “ভোটের জন্য সেখানে নারীরা ধর্ষিত হয়েছেন। এখনো ইন্ডিয়া অ্যালায়েন্স নেতারা নীরব। নারীর প্রতি তাদের মর্যাদা ও সম্মানের দিক থেকে এটাই তাদের নমুনা।”

বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ আরও বলেন, “সন্দেশখালির বিষয়টি গুরুতর। নারীর ওপর নির্লজ্জ লাঞ্ছনা, অবমাননাকর আচরণ ও যৌন নিপীড়ন নিয়ে যা উঠে আসছে তা আমাদের সমাজ ও গণতন্ত্রের জন্য লজ্জাজনক। মমতা বন্দ্যোপাধ্যায় এখনও তা রক্ষা করে চলেছেন। কেন?।।। গ্রেফতার করা হয়েছে এক সাংবাদিককেও। মমতা বন্দ্যোপাধ্যায় কী লুকাতে চাইছেন এবং কেন? নিজের রাজনৈতিক সুনাম বাঁচাতে একজন মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের সম্মান বিপন্ন করছেন। কেন? কোথায় মরে গেছে তার বিবেক?… দলগুলো নীরব কেন? শুনেছি সিপিএমের এক মহিলা নেত্রী ওই এলাকা সফর করলেও সিপিএম এর বিরোধিতা করেনি, প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি। রাহুল গান্ধীও নীরব।”