কপিবাগানে ঝামেলা! তড়িঘড়ি আদালতে বিজেপির দিলীপ, জামিন পেলেন?

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না তাঁর। সদ্য ভোটে হেরেছেন, দলেও কোণঠাসা, এরই মধ্যে ফের বিপাকে পড়লেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর বিরুদ্ধে…

দিলীপ ঘোষ

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না তাঁর। সদ্য ভোটে হেরেছেন, দলেও কোণঠাসা, এরই মধ্যে ফের বিপাকে পড়লেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর বিরুদ্ধে মামলা রুজু হওয়ায় বর্ধমান আদালত থেকে জামিন নিলেন দিলীপ (Dilip Ghosh)। ভোটের দিন এক সংঘর্ষের ঘটনায় দিলীপের বিরুদ্ধে মামলা রুজু করেছিল পুলিশ।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, আমি তখন ঘুরছিলাম বুথে বুথে। আমার ওপর কয়েকবার আক্রমণ হয়েছিল। কপিবাগানে আমাদের আক্রমণ করা হয়, গাড়ি ভাঙা হয়, নিরাপত্তা রক্ষীদের মারা হয়, আমাদের কর্মীদের মাথা ফাটানো হয়। তারপরে আমার নামেই কেস দেওয়া হয়েছে। সেই মিথ্যা কেসে জামিন নিতে এসেছিল।

   

বিজেপি সূত্রে জানা গিয়েছে, ভোটের দিন সংখ্যালঘু প্রভাবিত কপিবাগান এলাকায় তাঁর দলের ওপর হামলা হয়। এক্স হ্যান্ডেলে দিলীপ লিখেন, আমার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলায় জামিন পেতে আজ বর্ধমান আদালতে হাজির। নির্বাচনের দিন, আমরা যখন বর্ধমান উত্তরের বিভিন্ন বুথ পরিদর্শন করছিলাম, তখন আমাদের দল সংখ্যালঘু অধ্যুষিত কপিবাগান এলাকায় হামলার শিকার হয়।

ভোটে জিতেই বেপাত্তা! ৪৩ দিন পর বহরমপুরে পা রাখলেন তৃণমূল সাংসদ ইউসুফ

একই সঙ্গে নিরাপত্তা রক্ষীর ওপর হামলাও চালানো হয় অভিযোগ করেছেন দিলীপ। এক্স হ্যান্ডেলে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি লিখেছেন, হামলাকারীরা আমাদের নিরাপত্তারক্ষীর মাথার খুলিতে আঘাত করে এবং আমাদের গাড়ি ভাঙচুর করে। কিন্তু অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে পুলিশ আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে।

বিজেপি নেতাদের ওপর পরিকল্পনা করে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, কারণ তৃণমূলের নেতা-কর্মীরা রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালাচ্ছে এবং আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। জামিন পাওয়ার পাশাপাশি আমি আমাদের আইনজীবীদের সঙ্গেও দেখা করেছি এবং অনেক নেতা-কর্মীর সঙ্গে কথা বলেছি।

সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ! বাংলায় একধাক্কায় অনেকটাই বাড়ছে মদের দাম