এক কুইন্টালের ওপরে দুটো মাল ধরা পড়েছে, নিচের গুলোকে পরে, দিলীপের CBI স্তুতি!

সিবিআই (CBI) তদন্ত নিয়ে প্রথমে ক্ষোভ দেখালেও দিল্লির ধমক খেয়ে এখন ফের বাধ্য ছাত্রের মতো ভাষণ দিতে শুরু করলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ…

dilip ghosh

সিবিআই (CBI) তদন্ত নিয়ে প্রথমে ক্ষোভ দেখালেও দিল্লির ধমক খেয়ে এখন ফের বাধ্য ছাত্রের মতো ভাষণ দিতে শুরু করলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। প্রকাশ্য মঞ্চ থেকে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ করলেন। সেই ভাষণে সিবিআই স্তুতি শোনা গেল দিলীপ কণ্ঠে!

short-samachar

   

দক্ষিণ ২৪ পরগণার পৈলান দিলীপ ঘোষ বলেন, বিচার শুরু হয়েছে। সারা ভারত জুড়ে শুদ্ধিযজ্ঞ শুরু হয়েছে। এই যজ্ঞে অনেকে আহুতি হয়ে যাবে। সিবিআই ঠিক করেছে এক কুইন্টালের ওপরে না হলে তুলবে না। এক ক্যুইন্টালের ওপরে দুটো মাল ধরা পড়েছে। এক কুইন্টালের নিচের গুলোকে পরে তুলবে।

দিলীপের ভাষণে সিবিআই স্তুতিতে উপরতলার নেতৃত্বের চাপ আছে বলে মনে করা হচ্ছে। এর আগে সিবিআই তদন্ত নিয়ে ক্ষোভ দেখানো দিলীপ ঘোষকে ফোন করে কিছু উপদেশ দেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা। এর পরেই পাল্টে যান দিলীপ ঘোষ।

শুক্রবার দিলীপ ঘোষ বলে, সিবিআই একমাত্র ভরসা। এছাড়া উপায় কী আছে! ভরসা যখন টেকে না তখনই প্রশ্ন ওঠে। আমরা আশা করব। কোর্টও সিবিআইয়ের ওপর আশা রেখেছে। এছাড়া তো আর আর কোনও রাস্তা নেই। এজন্য যেভাবে কাজ এগোচ্ছে, আমার মনে হয় যে দুর্নীতির জন্য আমরা চিন্তিত ছিলাম তার দ্রুত সমাধান হবে।

পৈলানের প্রকাশ্য মঞ্চ থেকে দিলীপ ঘোষ বলেন, সবে শুরু হয়েছে। লোকে হাত পাকানো শুরু করেছে। শান দেওয়া হচ্ছে। যখন মার পড়বে পালানোর জায়গা পাবে না। প্যান্ডেল বাঁধার জায়গা পাবে না। হাসপাতালে ভর্তি নেবে না। কোনও পুলিশ উদ্ধার করতে যাবে না।