Uttar 24 Pargana: অর্জুনের শক্তি কমছে, নিজের এলাকায় বিজেপি অফিস লুঠ

ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের খাস এলাকা ভাটপাড়া। সেই পৌরসভাতেই দলীয় অফিস লুঠ হয়ে গেল। দলেই প্রশ্ন জমি হারাচ্ছেন অর্জুনবাবু ! উত্তর ২৪ পরগনা (Uttar 24 Pargana) জেলা বিজেপিতে ভাঙন তীব্র।

ভাটপাড়ার ২২ নম্বর ওয়ার্ডের শ্যামনগর সিদ্ধেশ্বরী মোড়ের কাছে রেললাইনের ধারে একটি বিজেপি পার্টি অফিস তালা ভেঙে লুঠপাট করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

   

বুধবার সকালে এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিজেপি কর্মীরা জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেছেন। তাদের অভিযোগ আসন্ন পৌর নির্বাচনের আগে বিজেপি পার্টি অফিসটি দখল করে নিতে চাইছে তৃণমূল কংগ্রেস। ঘটনায় রাজনৈতিক ভাবে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

বিধানসভা ভোট থেকে শাসক বিরোধী সংঘর্ষে বোমাবাজি প্রায় নিত্য ঘটনা ব্যারাকপুর লোকসভার ভাটপাড়ায়। আর ভোট পরবর্তী সংঘর্ষে বারবার খুন ও সন্ত্রাসে রক্তাক্ত এলাকা।

লোকসভা ভোটের আগে টিএমসি ত্যাগ করে বিজেপিতে চলে যান অর্জুন সিং। ভোটে জয়ী হন। তবে বিধানসভার ভোটের পর থেকে সাংসদের শক্তি কমতে শুরু করেছে বলে দলেই প্রশ্ন উঠছে। জেলায় ও নিজের এলাকায় বিজেপির ভাঙন চলছেই। এমনও গুঞ্জন অর্জুন সিং ফের টিএমসিতে ফিরতে পারেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন