BJP: বঙ্গ বিজেপির ‘কোলা ব্যাঙ’ কে?

কোলা ব্যাঙ নিয়ে তোলপাড় বিধানসভায় বিরোধী দল বিজেপি। বিজেপির (BJP) নেতা অনুপম হাজরা (Anupam Hazra) ফেসবুক পোস্টে লিখেছেন, “বঙ্গ বিজেপির সংগঠনের মাথায় বসে থাকা এক…

anupam hazra

short-samachar

কোলা ব্যাঙ নিয়ে তোলপাড় বিধানসভায় বিরোধী দল বিজেপি। বিজেপির (BJP) নেতা অনুপম হাজরা (Anupam Hazra) ফেসবুক পোস্টে লিখেছেন, “বঙ্গ বিজেপির সংগঠনের মাথায় বসে থাকা এক কোলা ব্যাঙ…” – কে সেই ব্যাঙ?

   

অনুপম হাজরা ইঙ্গিত ধরে রাজ্য জুড়ে বিজেপির সমর্থকদের মধ্যে চলছে কানাকানি। বিজেপি সমর্থকদের একাংশ মনে করছেন, শীর্ষ নেতাদের মধ্যে যাকে নিশানা করেছেন তার চেহারার সঙ্গে কোলা ব্যাঙের দেহাকৃতির মিল রয়েছে। তারা আরও বলছেন ব্যাঙের মতো মিল কার হতে পারে তা সবাই রোজ দেখেন।

গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বঙ্গ বিজেপির অভ্যন্তরে বারবার লঙ্কা কাণ্ড ঘটে। দলীয় দফতরগুলোতে চলে বিক্ষুব্ধ সমর্থকদের তাণ্ডব। তৃণমূল ও বাম মহলের কটাক্ষ, রাম ভক্ত বিজেপির অভ্যন্তরে তাণ্ডবলীলার সময় হনুমান সদৃশ্য কর্মীরা লাফ দেন। এবার অনুপম নিয়ে এসেছেন এক কোলা ব্যাঙ।

বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের প্রতি বরাবর বিক্ষুব্ধ অনুপম হাজরা। তিনি বোলপুর থেকে লাগাতার খোঁচা দিয়ে যান। এবার তিনি মিস কল দিয়ে দলের সদস্য সংগ্রহ অভিযানকে কটাক্ষ করেছেন। তিনি লিখেছেন, “টার্গেট পূরণ করার তাগিদে বঙ্গ-বিজেপির সংগঠনের মাথায় বসে থাকা কোলা ব্যাঙের নির্দেশে নেতারা নাকি ৫-৬টা করে সিম কার্ড তুলছে। হায়রে ঢপের সংগঠন।”

anupam bjp

দেশ জুড়েই বিজেপি মিস কল দিয়ে সদস্য সংগ্রহ করছে। গত ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গে সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করেন অমিত শাহ। তিনি জানিয়েছিলেন বাংলার কার্যকর্তাদের উপর পুরো ভরসা আছে। কথা দিচ্ছি ২০২৬ বাংলা নরেন্দ্র মোদী সরকারের হবে। এরপর শুরু হয়েছে সদস্য সংগ্রহ। এই কর্মসূচিতে একটি এমন নেতা খুঁজে পেয়েছেন অনুপম হাজরা যে কোলা ব্যাঙের মতো বসে থাকে।