Agnimitra Paul: ভোট বাজারে অভিষেককে ‘পাপ্পু’ বললেন নেত্রী

চতুর্থ দফার লোকসভা ভোট চলাকালীন বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। এবারও তাঁর নিশানায় তৃণমূল কংগ্রেস নেতা তথা ডায়মন্ড হারবারের প্রার্থী অভিষেক…

চতুর্থ দফার লোকসভা ভোট চলাকালীন বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। এবারও তাঁর নিশানায় তৃণমূল কংগ্রেস নেতা তথা ডায়মন্ড হারবারের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ সোমবার ভোট দিয়ে বেরিয়ে আসার পর অভিষেককে তিনি ‘পাপ্পু’ বলে সম্বোধন করলেন। এতদিন এই তকমা জুড়েছিল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে।

আসানসোল লোকসভা কেন্দ্রের একটি বুথে ভোট দেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা। এই কেন্দ্রে তৃণমূলের শত্রুঘ্ন সিনহা এবং বিজেপির এসএস আলুওয়ালিয়ার মধ্যে লড়াই হবে। এদিকে ভোট দেওয়ার পর বিজেপি নেত্রী বললেন, “আমার মনে হয় ক্লিন সুইপ হবে। আমাদের প্রার্থী এস এস আহলুওয়ালিয়া জয়ী হবেন। আমাদের একটি জাতীয় ‘পাপ্পু’ রয়েছে এবং আমাদের একটি স্থানীয় ‘পাপ্পু’ রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন ‘পাপ্পু’।”

   

অগ্নিমিত্রার আরও সংযোজন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে অগ্নিমিত্রা পলকে আসানসোলে ঢুকতে দেবেন না, মেদিনীপুর থেকে তাঁর প্রচুর ক্ষতি হবে। তাই আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি, ৪ জুন পর্যন্ত অপেক্ষা করুন এবং দেখুন কে আমাকে আসানসোলে আসতে বাধা দেয়।’ 

উল্লেখ্য,  লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় ১৩ মে ১০টি রাজ্যের ৯৬টি আসনে ভোটগ্রহণ চলছে। এই দফায় মোট ১৭১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে পাঁচজন কেন্দ্রীয় মন্ত্রী, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, দুজন ক্রিকেটার এবং একজন অভিনেতা রয়েছেন।