বিজেপি নেতার দাদাগিরি! দুর্গাপুরে প্রবীণ ব্যক্তিদের ‘গরু পাচারকারী’ সন্দেহে নির্যাতন

বৈধ চালান থাকলেও গরু পাচারের (Durgapur Cattle Smuggling) অভিযোগে মারধর ও দড়ি পরিয়ে নিয়ে যাওয়া হল। এ ঘটনা পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। হামলায় অভিযুক্ত বিজেপি ও…

BJP Leader Accused of Harassing Elderly Muslim Cattle Traders in Durgapur

বৈধ চালান থাকলেও গরু পাচারের (Durgapur Cattle Smuggling) অভিযোগে মারধর ও দড়ি পরিয়ে নিয়ে যাওয়া হল। এ ঘটনা পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। হামলায় অভিযুক্ত বিজেপি ও হিন্দুত্ববাদীরা। আক্রান্তরা মুসলিম। দুর্গাপুরে দুই প্রবীণ ব্যক্তিকে অমানবিক অত্যাচারের ছবি ভাইরাল। সামাজিক মাধ্যমে প্রশ্ন, এটা কি উত্তর প্রদেশ? বিজেপি শাসিত উত্তর প্রদেশে এমন ঘটনা প্রায়ই ঘটে। তৃণমূল শাসনে পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদীদের এমন আচরণে দুর্গাপুর সরগরম।

দুর্গাপুরের জেমুয়াতে গরু ব্যবসার কারণে প্রকাশ্যে সংখ্যালঘু গরু ব্যবসায়ীদের উপর চরম নিপীড়নের ঘটনা ঘটেছে। জানা গেছে বাঁকুড়া জেলার বড়জোড়ার হাট আশুরিয়া এলাকা থেকে একটি ভ্যানে করে দামোদর ব্যারেজ হয়ে দুর্গাপুরে ঢুকেছিল একটি গরু বোঝাই গাড়ি।

   

অভিযোগ, দুর্গাপুরের বিজেপির নেতা পারিজাত গাঙ্গুলির নেতৃত্বে জনাকয়েক গরু বোঝায় গাড়ি আটকায়। বৈধ চালান ও রসিদ থাকলেও বৃদ্ধ গরু ব্যবসায়ীদের গলায় দড়ি বেঁধে ফেলে রাখা হয়। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, প্রবীণদের উপর নীপিড়ন চলছে। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়ায়

Advertisements

পারিজাত গাঙ্গুলির অভিযোগ, আমরা গরু বোঝাই গাড়ির চালক ও খালাসির কাছ থেকে গরুর বৈধ কাগজ দেখতে চাই। ওরা দেখাতে পারিনি। সেই জন্য আমরা প্রতিবাদ করেছি। এইভাবে গরু পাচার দিনের পর দিন ধরে হচ্ছে। কিন্তু এর মাথা কে রয়েছে সেটাই আমরা জানতে চাই।

পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন,বাংলায় এরকম অত্যাচার কেন হবে? আমরা থানায় অভিযোগ করেছি।এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের গ্রেফতারের দাবি করেছি।