কলকাতা: স্বচ্ছ এবং নির্ভুল ভোটার তালিকা প্রকাশের দাবীতে স্মারকলিপি দিল সিপিআইএম (CPIM) সহ ১০ টি বামপন্থী দল। বুধবার সিইও দফতরের সামনে জনসভায় ভোটার তালিকায় বিশেষ সংশোধনে (SIR) একগুচ্ছ দাবী নিয়ে গর্জে উঠলেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)।
মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে এদিন সুজন বলেন, “মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর কাছেই জাল সার্টিফিকেট আছে! আর দেশের মানুষকে কাগজ দেখাতে বলছেন! গরীব, প্রান্তিক মানুষদের কাছে সেইসব কাগজ নেই!” এরপর বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করে বর্ষীয়ান বাম-নেতা সুজন বলেন, ভোটার তালিকা থেকে মুসলিমদের নাম বাদ দেওয়ার রাজনীতি করছে বিজেপি। আর যার মাধ্যমে সমাজের অনগ্রসর, প্রান্তিক এলাকার মতুয়া, আদিবাসী গরীব মানুষকে বিপদে ফেলছে।
https://x.com/Sujan_Speak/status/1983463590096220522
এরপর আসামে এনআরসির জেরে বহু হিন্দুর নাম বাদ গিয়েছে বলে তোপ দাগেন সুজন (Sujan Chakraborty)। তাঁর অভিযোগ, কেন এসআইআর-এর সময় সিএএ ক্যাম্প করা হচ্ছে? এসআইআরে নাম বাদ গেলে সিএএ-দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গরীব মানুষকে সংকটে ফেলা হচ্ছে বলে অভিযোগ তোলেন সুজন চক্রবর্তী। এছাড়াও, আধার কার্ডকে নাগরিকত্ব প্রমাণের নথি হিসেবে বিবেচিত না করায়, নির্বাচন কমিশনের বিরুদ্ধেও তোপ দেগেছেন তিনি। তাঁর কটাক্ষ, “কমিশনকে নাগরিকত্ব ঠিক করার কে অধিকার দিয়েছে?”
কমিশনের কাছে স্মারকলিপি জমা দিয়েছে ১০ টি বামপন্থী দল
বুধবার স্বচ্ছ ও সঠিক ভাবে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের দাবীতে কমিশনের কাছে স্মারকলিপি দেয় সিপিআইএম (CPIM) সহ ১০ টি বামপন্থী দল। স্মারকলিপি দিতে গিয়েছিলেন, বিমান বসু, ত্রিদিব ভট্টাচার্য, অভিজিৎ মজুমদার, স্বপন ব্যানার্জি, তপন হোর ও চন্ডীদাস ভট্টাচার্য।
এদিন সিইও দফতরের সামনে বিক্ষোভ সভায় ভাষণ দিয়েছেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও (MD Salim)। তিনি বলেন, “মানুষকে ভয় দেখাচ্ছে বিজেপি ও তৃণমূল। এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে”।


