বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিজেপির

বিধানসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ বঙ্গ বিজেপির। মঙ্গলবার রাজ্য বিধানসভার সচিবের কাছে গিয়ে এমনই দাবি পেশ করলেন রাজ্য বিজেপির নেতারা। বিজেপির এই বিধায়ক প্রতিনিধি…

Speaker Biman Banerjee

বিধানসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ বঙ্গ বিজেপির। মঙ্গলবার রাজ্য বিধানসভার সচিবের কাছে গিয়ে এমনই দাবি পেশ করলেন রাজ্য বিজেপির নেতারা। বিজেপির এই বিধায়ক প্রতিনিধি দলের নের্তৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। বিগত কয়েকদিন ধরেই বিধানসভায় শাসকদলের চাপে বিরোধীরা কার্যত মুখ খুলতে পারেনি। আর তার পেছনে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রয়েছেন বলে দাবি বিজেপির।

বঙ্গ বিজেপির হাল ফেরাতে দিলীপ ঘোষেই আশা দেখছে দিল্লি

   

চলতি অধিবেশনে একাধিক বিষয়ে আলোচনা চেয়ে স্পিকারের কাছে মুলতুবি প্রস্তাব চেয়েছিল বিজেপি। কিন্তু তা বারবার খারিজ করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তারফলেই বিক্ষোভে ফেটে পড়ে বিজেপি বিধায়কেরা। এদিন ৫০জনের বিধায়কদের প্রতিনিধি দল বিধানসভার সচিব সুকুমার রায়ের কাছে গিয়ে এই অনাস্থা প্রস্তাব পেশ করেন। তাঁদের দাবি স্পিকার তাঁর নিরপেক্ষতা বিসর্জন দিয়ে শাসকদলের মতানুসারে কাজ করছেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে নিয়ে তিনি আলোচনার অনুমতি দেন না। অন্যদিকে, স্পিকারের সমালোচনা করা হলে উল্টে বিরোধী বিধায়কদের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব দেন শাসকদলকে উত্সাহ দেন তিনি।

বাংলার অধ্যাপক নিয়োগে কারচুপি? মেধাতালিকায় শুধুই রোল নম্বর দিল PSC

গত বছরও স্পিকার বিমানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছিল বিজেপি। তবে তা গৃহীত হয়নি। এবারও সেই একই পথে হাঁটল রাজ্যের গেরুয়া শিবির। সংবিধান অনুযায়ী, যেকোনও বিরোধী দলই শাসক দলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারে। কিন্তু তা প্রথমে গৃহীত হতে হবে। তবেই তা ভোটাভুটির জন্য সদনে পাঠানো হয়। কিন্তু এক্ষেত্রে ভোটাভুটি তো দূর। প্রস্তাব গৃহীত না হলে কার্যত কিছুই করার থাকেনা বিরোধীদের।

অন্যদিকে, রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “চলতি অধিবেশনে আর কটা দিনই বাকি রয়েছে। তাই আমরা চাই এই কদিন স্পিকারের অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হোক। কারণ বর্তমান স্পিকার নিজের নিরপেক্ষতা বিসর্জন দিয়েছেন।”

Ashwini Vaishnaw: ‘রেলমন্ত্রী না রিলমন্ত্রী?’ অশ্বিনী বৈষ্ণবকে বেনজির আক্রমণ বিরোধীদের

তবে বিজেপির এই অনাস্থা প্রস্তাব নিয়ে পদ্মশিবিরকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। দলের সংখ্যালঘু সেলের প্রধান তথা ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন এই প্রসঙ্গে বলেন, “বিজেপি নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এই সব প্রস্তাব আনছে। আগেও তারা এই চেষ্টা করেছে। কিন্তু সফল হয়নি। এ বারেও হবে না।”