HomeWest Bengalরহস্যজনকভাবে উদ্ধার বিজেপি প্রার্থীর ভাইয়ের মৃতদেহ

রহস্যজনকভাবে উদ্ধার বিজেপি প্রার্থীর ভাইয়ের মৃতদেহ

- Advertisement -

আজ পঞ্চায়েত ভোটের পুনঃনির্বাচন তার আগেই ধুবুলিয়ায় উদ্ধার হলো বিজেপি প্রার্থীর ভাইয়ের মৃত দেহ। এই গোটা ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিজেপি। এলাকা জুড়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধুবুলিয়ার পন্ডিতপুর গ্রামের বাসিন্দা বিজেপি প্রার্থীর ভাই অষ্টম মণ্ডল বিগত চার পাঁচ দিন ধরে নিখোঁজ ছিল। আজ সকালে স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। তড়িঘড়ি থানায় খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে ওই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

   

তবে ওই মৃতদেহে এখনো পর্যন্ত কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এই গোটা ঘটনায় পরিবারের দাবি, শাসকদলের তরফ থেকেই ঐ ব্যক্তিকে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। পঞ্চায়েত ভোটের পুনঃনির্বাচনের দিন সকালেই রহস্যজনকভাবে বিজেপি প্রার্থীর ভাইয়ের মৃতদেহ উদ্ধার। তবে কি রাজনৈতিক দ্বন্দ্বের জেরে এই খুন। এই নিয়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular