Bankura: ‘শাহজাহান প্রেমেই মুগ্ধ রাজ্য সরকার’, বিস্ফোরক দাবি বিজেপি প্রার্থী সুভাষ সরকারের

বাঁকুড়াঃ ‘শাহজাহান প্রেমেই মুগ্ধ রাজ্য সরকার’, এতো কিছুর পরেও আটকানো গেলনা! বিস্ফোরক দাবি বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ও ‘বিদায়ী’ সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী…

BJP candidate Subhash Sarkar

বাঁকুড়াঃ ‘শাহজাহান প্রেমেই মুগ্ধ রাজ্য সরকার’, এতো কিছুর পরেও আটকানো গেলনা! বিস্ফোরক দাবি বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ও ‘বিদায়ী’ সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকারের। বৃহস্পতিবার সিমলাপাল স্কুল মোড় থেকে লাল ময়দান পর্যন্ত এক মিছিল ও পরে বুথ দলের কর্মী সম্মেলনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন।

একই সঙ্গে ডাঃ সরকার এদিন ফের আরো একবার বলেন, ‘তৃণমূল দলটি তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ছে। কর্মীদের মধ্যে বিশ্বাস-আস্থা নেই। ‘আদর্শহীন-ভাগাভাগি করে খাওয়ার দল’ তৃণমূলের নেতা-মন্ত্রীরা জেলে ঢুকছে। হাজারো চেষ্টা করেও শাহজাহানকে বাঁচানো গেলনা বলেই তিনি দাবি করেন।

Advertisements

এদিনের এই কর্মসূচীতে ডাঃ সুভাষ সরকার ছাড়াও উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা বিজেপির বর্তমান ও প্রাক্তন সভাপতি যথাক্রমে সুনীল রুদ্র মণ্ডল, বিবেকানন্দ পাত্র সহ অন্যান্যরা।