Soumendu Adhikari: প্রচারে নেমেই তৃণমূলকে একহাত নিলেন শুভেন্দুর-ভাই

Soumendu Adhikari

কাঁথি ( পূর্ব মেদিনীপুর ): লোকসভা ভোটে দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি! প্রচারে নেমে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তথা কাঁথি লোকসভার প্রার্থী বিজেপি সৌমেন্দু অধিকারী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী সম্পর্কে ইঙ্গিতপূর্ন মন্তব্য করেন। বিধানসভার জেতা আসন গুলো শাসক দল তৃণমূল কংগ্রেস সন্ত্রাসের আতুর ঘর তৈরি করে রেখেছে। এমন বক্তব্যের পর রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল করেছে। পাল্টা জবাব দিয়েছেন শাসক দল তৃণমূল কংগ্রেস।

কয়েক মাস ধরে একাধিক প্রচার অভিযান চলছে।আমার সৌভাগ্য আমার বাবা সাংসদ শিশির অধিকারী আমার হয়ে প্রচারে নামবেন! সন্ত্রাস কবলিত কাঁথি লোকসভা বেশ কিছু গ্রাম পঞ্চায়েত রয়েছে! গত পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েত বিরোধী শূন্য করেছে শাসক দল। নির্বাচন কমিশনের কাছে দলীয় তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে। সারা রাজ্য জুড়ে কেন্দ্রীয় বাহিনী নামতে শুরু করেছে, এখানেও সময় নামবে এটাই আমি আশাবাদী। সন্ত্রাস কবলিত এলাকায় বাড়তি কেন্দ্র বাহিনী মোতায়েন থাকবে। ভোটারদের মনোবল বাড়ানো হবে, কারণ ২০২১ সালে ২ রা মে পর আমাদের কার্যকর্তার উপর ভয়ঙ্কর সন্ত্রাস চালানো হয়েছে। খেজুরি ও ভগবানপুরে সন্ত্রাস হয়েছে ! বিজেপি হারা বিধানসভা গুলোও সন্ত্রাসের আতর ঘর বানিয়ে ফেলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। পটাশপুর বেশি করে সন্ত্রাসের আতুর ঘর বানিয়ে ফেলা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে। কাউন্টিং হলেও খেলা হচ্ছে তৃণমূল কংগ্রেস। যা খুশি তাই করেছেন। বিডিও’রা তাদের সরিক হয়েছিলেন! ভোটারের যদি ভয় ভীতি কাটানো না যায় তাহলে নির্বাচন প্রহসনে পরিণত হবে! গত বিধানসভা নির্বাচনে কাঁথি লোকসভা কেন্দ্রে তিনটি আসনে জয়লাভ করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বাকি চারটি আসরে জয়লাভ করে বিরোধীদল বিজেপি। জয়ী আসন গুলোতে সন্ত্রাস কবলিত এলাকা তৈরি করে রেখেছে শাসক দল তৃণমূল কংগ্রেস “।

   

হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন সৌমেন্দু। তাঁর দাবি ” তিনি একজন প্রনম্য লোক! সারা পশ্চিমবাংলা তাঁর দিকে তাকিয়ে রয়েছে! তার ব্যক্তিগত সিদ্ধান্ত তিনি আজকে কলকাতা হাইকোর্ট থেকে অবসর নিচ্ছেন। তিনি কি করবেন জানি না ? তিনি যাই করুন না কেন পশ্চিমবঙ্গে কোটি কোটি মানুষ তার শুভেচ্ছা ও শুভকামনা তার সঙ্গে রয়েছে! প্রার্থী হবেন কি, হবেন না তা এ বিষয়ে কিছুই বলতে পারব না “।

সৌমেন্দু অধিকারী প্রচার নিয়ে গুরুত্ব নিতে নারাজ শাসক দল তৃণমূল কংগ্রেস। কাঁথি সাংগঠনীক জেলা যুব তৃণমূলের সভাপতি সুপ্রকাশ গিরি বলেন ” কাঁথি মানুষ উনাকে চেনেন। একাধিক দুর্নীতিতে যুক্ত। তদন্ত চলছে। শ্মশান থেকে পথবাতি চুরি য়ুক্ত।এতদিন ধরে কাঁথি পুরসভা’কে কার্ষত শ্মশান করেছেন। ভোট চাইতে গেলেই গণদেবতা জবাব দেবে ও হিসাব চাইবে “।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন