কোনও প্রমাণ ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনসমক্ষ্যে সাংসদ এলাকা উন্নয়ন তহবিল সম্পর্কে মিথ্যা কথা বলার অভিযোগ তুলে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরুপ চক্রবর্ত্তীর বিরুদ্ধে দু’টি ফৌজদারি মানহানির মামলা করলেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার। বাঁকুড়া জেলা আদালতে তিনি ওই মামলা করেছেন বলে নিজেই জানিয়েছেন।
ডাঃ সুভাষ সরকারের দাবি, সাংসদ তহবিলের সমস্ত তথ্য জেলাশাসকের কাছে থাকে। তৃণমূল প্রার্থী ওই বিষয়ে যেসব কথা বলেছেন তাতে তাঁর মানহানি হয়েছে।
বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকারের আইনজীবি কৃষ্ণেন্দু গুপ্ত এবিষয়ে বলেন, ‘ভোটের প্রচারে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী যে সব কথা বলছেন তাতে কোন সত্যতা নেই। ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছেন। সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের যা খরচ হয় তার সমস্ত অডিট হয়। উনি মিথ্যাচার করছেন। এসব বন্ধ হওয়া দরকার। নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে, এবার ১০০ কোটি টাকার মানহানির মামলাও রুজু হবে।’
Mysterious Death: দিলীপের পোলিং এজেন্টের রহস্য মৃত্যু, খুনের দাবি বিজেপি, বাবা বলছেন অন্য কথা
প্রচারে তৃণমূল প্রার্থী অরুপ চক্রবর্ত্তীর দাবি, ‘এমপি তহবিলের হিসাব উনি ঠিক মত দিতে পারছেন না, গঠনমূলক কোন কাজই করেননি। ডাঃ সরকারের নার্সিং হোমে এক প্রসূতির মৃত্যু হয়েছিল। ওনার ছেলে ডাক্তার হলেও অপারেশন করার কোন সার্টিফিকেট নেই, আদালতে মামলা হয়েছে। এমনকী বিদ্যুৎ চুরির মামলায় উনি ও ওনার ভাইয়ের যুক্ত থাকার বিষয়টিও প্রকাশ্যে এসেছে। তাই গাত্রদাহ থেকে এই মানহানির মামলা করেছেন।’