বিজেপির ডাকা ১২ ঘণ্টা বনধে স্তব্ধ খানাকুল! রাস্তায় নামল তৃণমূলও

খানাকুল:  হুগলির খানাকুলে ফের রাজনৈতিক অশান্তি। রবিবার তৃণমূল ও বিজেপির রক্তগরম সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই সোমবার সকাল থেকে কার্যকর হয়েছে বিজেপির ডাকা ১২ ঘণ্টার…

BJP bandh in Khanakul Hooghly

খানাকুল:  হুগলির খানাকুলে ফের রাজনৈতিক অশান্তি। রবিবার তৃণমূল ও বিজেপির রক্তগরম সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই সোমবার সকাল থেকে কার্যকর হয়েছে বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধ। অভিযোগ, রবিবার গেরুয়া শিবিরের স্থানীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে শাসক দলের কর্মীরা। সেই ঘটনার প্রতিবাদে বনধের ডাক দেয় বিজেপি।

বনধে অচল জনজীবন

বনধের শুরু থেকেই অচল হয়ে পড়ে জনজীবন। আরামবাগ–গড়েঘাট সড়কের উপর গাছ ফেলে দেওয়া হয়, যার ফলে থমকে যায় যান চলাচল। খানাকুলের একাধিক বাজারে সোমবার সকাল পর্যন্ত বেশিরভাগ দোকানই ছিল তালাবন্ধ। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল সমর্থকেরাও প্রতিবাদে পাশে দাঁড়িয়েছেন। বনধে প্রভাব পড়েছে পরিবহণে—খানাকুল থেকে আরামবাগগামী বাস বন্ধ, সীমান্ত পর্যন্তই চালানো হচ্ছে কিছু রুট। তাৎপর্যপূর্ণ বিষয়, বনধের সকালে বন্ধই ছিল স্থানীয় তৃণমূল কার্যালয়ও।

   

মাঠে নেমেছে শাসক দলও BJP bandh in Khanakul Hooghly

তবে এই বনধ প্রতিহত করতে মাঠে নেমেছে শাসক দলও। ফলে দুই শিবিরের মুখোমুখি অবস্থানকে ঘিরে এলাকাজুড়ে অশান্তির আশঙ্কা আরও বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। মোড়ে মোড়ে চলছে টহলদারি। রবিবার সংঘর্ষ সামাল দিতে গিয়ে পুলিশের দিকেও ইটবৃষ্টি হয়েছিল বলে অভিযোগ।

বিজেপির এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি রবিবার বলেন, “সোমবার খানাকুলে ১২ ঘণ্টা বনধ রয়েছে। আমি কলকাতায় ব্যস্ত থাকায় যেতে পারছি না। তবে আগামী দিনে থানা ঘেরাও কর্মসূচিতে যোগ দেব।”

Advertisements

রাজনৈতিক সংঘর্ষের আঁচে কার্যত অচল হয়ে পড়েছে খানাকুল। বিজেপির বনধ সফল করার চেষ্টা আর তৃণমূলের পাল্টা প্রতিরোধ—এই টানাপোড়েনে সোমবার জুড়েই উত্তপ্ত থাকার আশঙ্কা এলাকায়।

West Bengal: Political tensions flare in Khanakul, Hooghly, as the BJP calls a 12-hour bandh following a violent clash with TMC workers. The protest, which halted daily life, transportation, and markets, was supported by opposition leader Suvendu Adhikari, with heavy police presence to maintain order.