হামলার কয়েক ঘন্টার মধ্যেই পুড়ল মোদীর কুশপুতুল (Modi Effigy Burnt)। কংগ্রেস বিক্ষোভে সরগরম দুর্গাপুর। কলকাতায় প্রদেশ কংগ্রেস ভবনে হামলায় অভিযুক্ত বিজেপি। এরপরই রাজ্যের বিরোধী দলকে হুঁশিয়ারি দেন অধীর চৌধুরী (Adhir Chowdhury)। তার বার্তার পরই পশ্চিম বর্ধমানে কংগ্রেস কর্মী-সমর্থকরা প্রধানমন্ত্রী মোদীর কুশপুতুল পোড়ালেন।
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে বিহারে ‘ভোট চোর, গদি ছোড়’ পদযাত্রা কর্মসূচি চলছে। বিহারে বিরোধী পক্ষ মহাজোটের শরিক কংগ্রেস। তাদের দাবি, রাহুল গান্ধীর আন্দোলনে ভয় পেয়ে শুক্রবার পাটনা ও কলকাতায় প্রদেশ কংগ্রেস কার্যালয়ে হামলা করে বিজেপি।
Also Read | জঙ্গলমহলে লাল পলাশ! পুরুলিয়ায় তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদানের হিড়িক
এই হামলার পর দুর্গাপুরের বেনাচিতি পাঁচমাথা মোড়ে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে কংগ্রেস কর্মী-সমর্থকরা পথ অবরোধ করেন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল পোড়ান। কংগ্রেসের তরফে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের দাবি করা হয়েছে।
কলকাতায় প্রদেশ কংগ্রেস দফতরে হামলায় অভিযুক্ত বিজেপি নেতা রাকেশ সিং। তবে হামলার কয়েক ঘন্টা পরেও রাজ্য বিজেপি এ বিষয়ে নীরব। শাসকদল তৃণমূল কংগ্রেসও নীরব।
উল্লেখ্য, কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের শরিক তৃণমূল। তাদের নীরবতা নিয়ে কেন্দ্রস্তরে রাজনৈতিক তরজা চলছে। পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটে নেই টিভি। তবে জোটের অপর শরিক সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কড়া বার্তা-এত সাহস হয় কী করে!