বাংলাজুড়ে জাঁকিয়ে শীত, তারই মধ্যে বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

কলকাতা: কনকনে ঠান্ডায় কাঁপছে বাংলা৷ পৌষ সংক্রান্তির একেবারে জবুথবু অবস্থা৷ বুধবার দিনভর ঠান্ডা উত্তুরে হাওয়াও কাঁপুনি ধরিয়েছে। জমাটি শীতের আমেজ লুটেছে কলকাতার মানুষ। আবহাওয়া দফতর…

winter weather forecast

short-samachar

কলকাতা: কনকনে ঠান্ডায় কাঁপছে বাংলা৷ পৌষ সংক্রান্তির একেবারে জবুথবু অবস্থা৷ বুধবার দিনভর ঠান্ডা উত্তুরে হাওয়াও কাঁপুনি ধরিয়েছে। জমাটি শীতের আমেজ লুটেছে কলকাতার মানুষ। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ থেকে রাতের তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি করে কমতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। শীতের জমাটি ব্যাটিং-এর মাঝেই ফের বৃষ্টির ভ্রুকুটি৷ বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ (biting cold in bengal temp drop)

   

কমবে রাতের তাপমাত্রা  biting cold in bengal temp drop

আগামী ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে৷  তবে পরবর্তী দু’দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতেও পারদ পতন হবে৷ ২-৩ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। দু’দিন পর উত্তরেও উর্ধ্বমুখী হবে পারদ৷ 

বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির আশেপাশে থকবে। দিনভর কনকনে ঠান্ডা অনুভূত হবে৷  সারাদিনই মূলত হাওয়া থাকায় শীতের কনকনে ভাব অনুভূত হবে। তবে এমন খুব শীঘ্রই রণে ভঙ্গ পড়তে চলেছে৷ সপ্তাহান্তে ফের আসছে পশ্চিমী ঝঞ্ঝা৷ যার জেরে ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাধাপ্রাপ্ত হবে উত্তুরে হাওয়া। দক্ষিণের জেলাগুলিতে ফের কিছুটা বাড়বে তাপমাত্রা৷ শীত খানিকটা কমলেও, তা খুব বেশিদিনের জন্য নয়। ফের পড়বে শীত। 

উত্তরে বৃষ্টি biting cold in bengal temp drop

এদিকে, দার্জিলিং ও কালিম্পঙের কোথাও কোথাও হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে৷ সিকিম, দার্জিলিং-এর সান্দাকফু সহ বিস্তীর্ণ এলাকায় শিলাবৃষ্টি এবং তুষারপাতের জেরে পাহাড়ি এলাকায় আরও জাঁকিয়ে শীত অনুভূত হচ্ছে৷ 

West Bengal: Bengal shivers in biting cold as Poush Sankranti grips the state. Daylong cold northern winds have brought shivers to Kolkata. Meteorological Department forecasts nighttime temperatures to drop 2-3°C more. Rain expected in several districts.