Man of the Match: পার্থকে ম্যান অব দ্য ম্যাচ ঘোষিত করলেন সৌমিত্র

Soumitra Khan-Partha Chatterjee

চাকরির ক্ষেত্রে অর্থ এবং প্রভাব খাটানো দুটোই খারাপ৷ এতে চাকরীপ্রার্থীরা মনোবল হারায়। রাজ্য সরকার পুরোটাই টাকার বিনিময়ে তৃণমূল কর্মীদের দেয়৷ পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এখন চোর সাব্যস্ত হওয়ার দিকে এগোচ্ছে। তাঁকে ম্যান অব দি ম্যাচ(Man of the Match) দেওয়া উচিত। তিনি বাংলার যুবকদের স্বপ্ন ভেঙেছেন। সরাসরি পার্থ চট্টোপাধ্যায়কে একহাত নিয়ে কড়া ভাষায় আক্রমণ শানালেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।

Advertisements

তিনি আরও বলেন, দুর্গাপূজার সময় যেমন প্রাইজ দেওয়া হয়, বাংলার যুবকদের স্বপ্ন ভাঙার জন্য পার্থবাবুকে গোল্ডেন কাপ দেওয়া উচিত।

উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। অভিযোগ তিনি শিক্ষামন্ত্রী থাকাকালীন শিক্ষা দফতরে চরম দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন তিনিও। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই দফতরে দুই দফায় হাজিরা দিতে হয়েছে তাঁকে।

Advertisements

শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ের নিয়োগের সময়েও শিক্ষামন্ত্রী পদে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি খুইয়েছেন পরেশ কন্যা অঙ্কিতা। সোমবার চাকরি হারিয়েছেন আরও একজন। দুর্নীতি নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠতেই এনার পার্থ চট্টোপাধ্যায়কে ম্যান অব দ্য ম্যাচ ঘোষণা করলেন সৌমিত্র।