HomeWest BengalBirbhum: তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে সাঁইথিয়ার গহরাপুর যেন বোমার গড়, নেমেছে বম্ব স্কোয়াড

Birbhum: তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে সাঁইথিয়ার গহরাপুর যেন বোমার গড়, নেমেছে বম্ব স্কোয়াড

- Advertisement -

রামপুরহাটের বগটুই গ্রামে তৃ়ণমূল গোষ্ঠীদ্বন্দ্ব ও বেআইনি পাথর চালানের বখরা নিয়ে উপপ্রধান খুনের পর হয়েছিল গণহত্যা। এর পর ফের গরম (Birbhum) বীরভূম। এবার সাঁইথিয়া। এখানকার গহরাপুর গ্রামে ভয়াবহ পরিস্থিতি। সোমবার রাতে বোমা হামলায় অনেকে জখম। আর মঙ্গলবার থেকে পালাচ্ছেন গ্রামবাসীরা।

  • বোমা হামলায় ভয়াবহ পরিস্থিতি সাঁইথিয়ার গহরাপুরে
  • গহরাপুর এলাকা ছেড়ে পালাচ্ছেন গ্রামবাসীরা

তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠির সংঘর্ষের পর মোট ১২ জন ধৃত। সবাই তৃণমূল কর্মী। গ্রামে পুলিশের টহলদারি চলছে। সূত্রের খবর গহরাপুরের সর্বত্র বোমা পড়ে আছে। এমন বোমা যেগুলো ফাটেনি। যে কোনও সময় ফাটতে পারে। ফলে বোমা নিষ্ক্রিয় করতে নেমেছে বম্ব স্কোয়াড।

   

জানা যাচ্ছে গোটা গ্রাম পুরুষ শূন্য। আশঙ্কায় শিশুদের নিয়ে গ্রাম ছাড়ছেন মহিলারা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ আধিকারিকরা।

বোমা বিস্ফোরণে এলারার তৃণমূল কর্মী শেখ সাদ্দামের ডান পা উড়ে গেছে। এক কিশোরের গোটা দেহে বোমার আঘাতে রক্তাক্ত। উদ্ধার হয়েছে ৩৫টি তাজা বোমা।

তদন্তে উঠে এসেছে সাঁইথিয়ার তৃণমূল ব্লক সভাপতি সাবের আলি ও সাঁইথিয়া তৃণমূলের কার্যকরী সভাপতি তুষারকান্তি মণ্ডলের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। তুষার গোষ্ঠীর দাবি তাদের একজনকে অপহরণ করেছিল সাবেরের অনুগামীরা। তাকে ছাড়াতে গেলে সংঘর্ষ হয়।পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular