Birbhum: উত্তপ্ত বগটুই! লালন শেখের মৃত্যুর তদন্তে সিআইডি

সিবিআইয়ের হেফাজতে থাকাকালীন মৃত্যু হয়েছে বীরভূমের(Birbhum) বগটুইকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের। কিভাবে লালনের মৃত্যু হল সেই নিয়েই আসল কারণ খুঁজতে তদন্তে নামল সিআইডি। মঙ্গলবার সকালেই…

Birbhum: উত্তপ্ত বগটুই! লালন শেখের মৃত্যুর তদন্তে সিআইডি

সিবিআইয়ের হেফাজতে থাকাকালীন মৃত্যু হয়েছে বীরভূমের(Birbhum) বগটুইকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের। কিভাবে লালনের মৃত্যু হল সেই নিয়েই আসল কারণ খুঁজতে তদন্তে নামল সিআইডি। মঙ্গলবার সকালেই উপস্থিত হয় সিআইডির চার সদস্যের প্রতিনিধি দল। স্বতঃপ্রণোদিত ভাবে এই মামলাটির দায়িত্ব নিয়েছে সিআইডি। পুলিশ সূত্রে খবর, লালন শেখের মৃত্যুর ঘটনার পুরো ভিডিয়োগ্রাফি দেখবে তারা। অন্যদিকে, লালন শেখের মৃত্যুর পর থেকেই ফুঁসছে গোটা বগটুই। উত্তপ্ত পরিস্থিতি হয়ে উঠেছে। মৃত লালন শেখ ও বগটুই গণহত্যা মামলায় অভিযুক্তদের পরিবারের লোকজন সহ গ্রামবাসী জাতীয় সড়কের ওপর বিক্ষোভে ফেটে পড়ছে।

সোমবার বিকেলে সিবিআই হেফাজতে থাকা লালন শেখের মৃত্যুর খবর বাইরে আসে। এরপর রাতেই সিবিআই ক্যাম্পে উপস্থিত হন পুলিশ সুপার নগেন ত্রিপাঠী। তিনি বলেন, সিবিআইয়ের তরফ থেকে তাঁকে জানানো হয়েছে, জেরা চলাকালীন লালনের মৃত্যু হয়েছে। এই ঘটনার তদন্ত পুলিশ করবে বলে গতকাল জানিয়ে দেন পুলিশ সুপার। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছিলেন তাঁরা। 

সকাল থেকেই রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের সামনে বিক্ষোভ দেখাচ্ছে আম জনতা। বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা। মোড়গ্রাম-রানিগঞ্জ রাজ্য ও ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। লালন শেখের পরিবারের অভিযোগ, লালন শেখকে খুন করা হয়েছে। লালনের মেয়ের অভিযোগ, সিবিআইয়ের তরফে দুপুরেই লালন শেখের বাড়িতে লোক পাঠিয়ে বলা হয়েছিল শেষ দেখা দেখে নেওয়ার জন্য। লালনের মিত্রের জন্য সিবিআইকেই দোষী মানছেন তার পরিবারের লোকজন সহ গ্রামবাসীরা। এর ফলের লালনের তদন্তে নিযুক্ত সিবিআই এর আধিকারিকদের ফাঁসির দাবি জানাচ্ছে গ্রামবাসীরা।

Advertisements

ইতিমধ্যেই এই ঘটনায় সিবিআই-এর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। সিবিআই-এর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ও ১২০ বি ধারায় মামলা রুজু করা হয়েছে। পরিকল্পনামাফিক খুন ও খুনের ষড়যন্ত্রে অংশগ্রহণ করার অভিযোগে মামলা দায়ের হয়েছে। এখনও ময়নাতদন্তের রিপোর্ট আসেনি। রিপোর্ট আসলে আরও ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হবে বলেই মনে করা হচ্ছে।