Birbhum: কেষ্টর গড়ে তৃণমূল ছেড়ে সিপিআইএমে হুড়মুড়িয়ে যোগদান

গোরু পাচার তদন্তে তৃ়ণমূল কংগ্রেস বীরভূম (Birbhum) জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) এখন জেলে আছেন। তবে তিনি জানান ‘ব্যাপক পঞ্চায়েত ভোট হবে’। তাঁর নিজের…

গোরু পাচার তদন্তে তৃ়ণমূল কংগ্রেস বীরভূম (Birbhum) জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) এখন জেলে আছেন। তবে তিনি জানান ‘ব্যাপক পঞ্চায়েত ভোট হবে’। তাঁর নিজের জেলাতেই এবার বড়সড় ভাঙন তৃ়ণমূল কংগ্রেসে (TMC)। মাড়গ্রামে তিন শতাধিক একযোগে তৃণমূল ছেড়ে সিপিআইএমে (CPIM) সামিল হলেন।

Advertisements

এদিকে মঙ্গলবার সুপ্রিম কোর্ট অনুব্রত মণ্ডলের জন্য ভোট পরবর্তী হিংসা মামলায় রক্ষাকবচ আপাতত বহাল রেখেছে। এই সংবাদ পাওয়ার পর পরই অনুব্রতর কাছে বীরভূম থেকে সমর্থক ভাঙনের সংবাদটিও আসে।

বিজ্ঞাপন

সিপিআইএম বীরভূম জেলা কমিটি জানাচ্ছে, ‘লুটেরাদের হাত থেকে উদ্ধার করে ফের গড়তে হবে মানুষের পঞ্চায়েত এই দাবিতে সোচ্চার হয়ে ফের হাজার হাজার মানুষ নামেন পথে।’ পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে মাড়গ্রামে ছিলেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

সেলিমের উপস্থিতিতে তৃণমূল ও বিজেপি ছেড়ে ৩০০ জন সিপিআইএম দলে জোগদান করলেন। উপস্থিত ছিলেন, প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম, জেলা সম্পাদক গৌতম ঘোষ, প্রাক্তন বিধায়ক ধীরেন লেট ও শ্যামলী প্রধান।

বীরভূমে এর আগেও তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগদানের ঘটনা সামলে এসেছে। পঞ্চায়েত ভোট সামলে রেখে জেলায় জেলায় বাম শিবির নতুন ককে ঘর গোছাতে মরিয়া।

গত বিধানসভা ভোটে বীরভূম জেলায় নানুর কেন্দ্রটি বাম শিবিরের হাতছাড়া হয়। নানুর থেকে হেরে যান শ্যামলী প্রধান। নানুর দখল করা প্রেস্টিজ ইস্যু বলেছিলেন অনুব্রত মন্ডল। তবে পুর নির্বাচনে বীরভূমে তৃ়ণমূল সব পুরবোর্ড দখল করে। আর রাজ্যে বিরোধী দল বিজেপি অন্যান্য জেলার মতো বীরভূমেও খালি হাতে ফেরে। কিন্তু বিধানসভায় শূন্য হলেও সিপিআইএম পুরভোটে দ্বিতীয় স্থানে উঠে আসে। বীরভূমেও তারা একই ধারা বজায় রেখেছে।